জঙ্গি দমনের নামে সরকার ধাপ্পাবাজি করছে: বিএনপি

0
224

রুহুল-কবির-রিজভী-আহমেদ

খুনিদের রেহাই দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় আস্থা রাখতে পারছে না বিএনপি।মদিনায় প্রবাসীদের সঙ্গে এক সভায় পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান। সরকার জঙ্গি নিয়ন্ত্রণের নামে ধাপ্পাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের বিভিন্ন পর্যায় থেকে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ দমন কার্যক্রম নিয়ে সরকারের কর্মকাণ্ডের নিয়েও সন্দেহ করেন রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা আস্থা রাখতে পারছি না। এ ধরনের কথা তিনি আগেও অনেকবার বলেছেন। এবার তো বলেছেন- বিচার হবেই, তো ভালো কথা। এর আগে দেশি-বিদেশি নাগরিক থেকে শুরু করে ব্লগার হত্যা হয়েছে, ভিন্নমত যারা পোষণ করেন তারা খুন হয়েছেন। প্রায় এক বছর ধরে অনেকটা একই কায়দায় এসব হত্যাকাণ্ড ঘটলেও এগুলোর সঙ্গে কারা জড়িত, তার কোনো নাগাল বা হদিস সরকার করতে পারছে না বলে দাবি করেন তিনি।তার অভিযোগ, সরকার এসব হত্যাকাণ্ডের কোনো তদন্ত না করেই চট করে দোষ চাপিয়ে দিচ্ছে’ বিরোধী দলের কারও না কারও ওপর। সৌদি আরব সফররত শেখ হাসিনা সোমবার বিকালে মদিনায় প্রবাসীদের সঙ্গে সাক্ষাতে চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন।

এই হত্যাকাণ্ডকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, একজন পুলিশ অফিসারের স্ত্রী; তার তো কোনো দোষ নাই। বাচ্চাকে স্কুলে দিতে গিয়েছিল, বাচ্চার সামনে তাকে হত্যা করেছে। ইনশাআল্লাহ, এগুলি ধরা পড়বে।এটা আমি বলতে পারি, যারা অন্যায় করেছে তারা ধরা পড়বে। তাদের রেহাই আমরা দেব না। কোন প্রকার অনুসন্ধান ছাড়া তারা (সরবার) অন্যের উপর দায় চাপাচ্ছে। এতে প্রশ্ন জাগে এসব ঘটনায় কী সরকারই জড়িত কিনা?

তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকারের উদাসীনতা জনগণকে অলক্ষ্য কৃষ্ণ গহব্বরের দিকে ঠেলে দিয়েছে। সুতরাং বর্তমানের ভয় ও আতঙ্ক জনমনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তা এড়ানোর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার হিড়িক পড়েছে।পবিত্র রমজানে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে ক্ষুব্ধ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা রিজভী।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, স্বয়ং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও তাদের পরিবারও জঙ্গিচক্রের দানবীয়তার শিকার হচ্ছে। যার সাম্প্রতিক বর্বরোচিত নজীর দেখা গেলো চট্টগ্রামে পুলিশের এসপির স্ত্রী মাহমুদা খানমকে হত্যার মধ্য দিয়ে। ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে সরকার এখনও কোনো ক্লু বের করতে পারেনি।

গত পরশুদিন চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা ও নাটোরে মুদি দোকানিকে হত্যার পরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন-আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।তিনি বলেন, ক্ষমতা জোর করে আটকে রাখা সরকারের আত্মতুষ্টির যেন কমতি নেই। অথচ সংসদে এমপিরাও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার কথা সংসদকে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি এমএ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here