প্রতিবছরের ন্যায় এবারও ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে রমজানের প্রথম ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে খালেদা জিয়া এ ইফতারের আয়োজন করেছেন। মঙ্গলবার বিকাল ৬.৪০ মিনিটে তিনি লেডিস ক্লাবে আসেন।
মূল মঞ্চে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওলামা-মাশায়েখদের মধ্যে মীরেশ্বরাই দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুল মোমেন নাসেরী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরী, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি মোজাফ্ফর আহমেদ, শর্ষিনা দরবার শরীফের ছোট হুজুর শাহ আরিফ বিল্লাহ, সোবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ অলিউল্লাহ এবং প্রমুখ। ইফতারে রহমতে আলম মিশন এতিমখানা, শান্তিনগর মাদ্রাসা মসজিদ এন্ড এতিমখানা এবং ফকিরাপুল মাদ্রাসা মসজিদ এন্ড এতিমখানার প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লেডিস ক্লাবে প্রবেশ করে ইফতার সাজিয়ে রাখা বেশকয়েকটি টেবিলের পাশে গিয়ে কুশলাদির খোঁজ খবর নেন। ইফতারের পূর্বে মোনাজাত করা হয়
এসময় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।