অর্ধকোটি টাকার সোনার ডিম পাড়লেন বিমানযাত্রী

0
503

2016_06_07_17_29_46_OUPY8SxPMWepEkywFepoYDqWSmvjMk_originalমালয়েশিয়া ফেরত এক যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধকোটি টাকা মূল্যের দশটি সোনার ডিম পেড়েছেন! মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান। তিনি জানান, খোর্শেদ আলম (৩৫) নামের ওই যাত্রী সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া থেকে এমএইচ ১৯৬ বিমানে করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়। কিন্তু কিছু পাওয়া যায় না। পরে পেটে মেটাল ডিটেক্টর লাগিয়ে স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়।

তিনি আরো জানান, ওই যাত্রীকে নিজে থেকে স্বর্ণগুলো বের করে না দিলে পেট কেটে বের করা হবে এমন ভয় দেখালে বিমানবন্দরের বাথরুমে গিয়ে সবার সামনে একে একে দশটি স্বর্ণের ডিম পায়ু পথে বের করে দেন। স্বর্ণের সর্বমোট ওজন এক কেজি। গোয়েন্দা সূত্রে জানা যায়, খোর্শেদ আলমের পাসপোর্ট নম্বর বিএফ ০৯৯৬৮৫০। তিনি কুমিল্লার বুড়িচং গ্রামের মঞ্জুর মিয়ার ছেলে। স্বর্ণ চোরাচালানের বিষযে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংশ্লিষ্ট বিভাগ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here