বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগ করার মতো সুন্দর পরিবেশ রয়েছে- ব্রিটিশ হাই কমিশনার এলিশন ব্লেক

0
0

Gazipur-(5)- 06 June 2016-British High Commissoner Visit Garments Factory At Kaliakoir

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিশন ব্ল্যাক বলেছেন, বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগ করার মতো সুন্দর পরিবেশ রয়েছে। এখানকার কারখানাগুলো পরিদর্শনে না এলে আমি বুঝতেই পারতাম না যে বাংলাদেশে পোশাক কারখানায় বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। এখানে বৃটিশ অর্থ বিনিয়োগ করা সম্ভব। পোশাক কারখানার অবকাঠামো, শ্রমিকদের নিরাপত্তাসহ সকল ব্যবস্থাই রয়েছে এখানে। বাংলাদেশে বিভিন্ন কারখানা তৈরি জন্য ব্রিটিশ অর্থ বিনিয়োগ করার জন্য আমি আমার দেশের সরকারকে অনুরোধ জানাবো।

তিনি সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকাস্থিত ইকোটেক্স লিমিটেড ও মাটিকাটা এলাকার ডালাস ফ্যাশন লিমিটেড নামের দুইটি কারখানা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিক সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেছেন।

এর আগে ব্রিটিশ হাই কমিশনার ওই দুটি কারখানা পরিদর্শণ করেন এবং কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন কালে ব্রিটিশ হাই কমিশন কর্মকর্তা ও ওই দুই পোশাক কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here