নার্স আন্দোলনের ইন্ধনদাতাদের খুঁজে বের করা হবে:স্ব্যামন্ত্রী

0
0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম নার্সদের আন্দোলনের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, নার্সদের আন্দোলনের নামে অর্ধেক নার্সই ছিল ভাড়াটিয়া। ওই ষড়যন্ত্রকারীরা বৈঠক করে নার্সদের বলেছে, তোমরা এগিয়ে যাও। কারণ যখন তারা টার্গেট কিলিং করে কিছু করতে পারেনি। তখন তারা চেয়েছে সরকারের একজন মন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে লাশ ফেলাও। তারপর দেখ। আন্দোলন কোনদিকে যায়।

নাসিম সোমবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, বেসিস সভাপতি শামীম আহসান প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারটি সঞ্চালনা করেন দলটির উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।

নার্সদের আন্দোলনে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা ছিল দাবী করে মোহাম্মদ নাসিম বলেন, ড্যাবের একজন নেতা, এনজিও কর্মী ও বিদেশী একটি গবেষণা সংস্থার একজন কর্মকর্তা ধানমন্ডির একটি বাসায় বৈঠক করেছিলো। অর্থের বিনিময়ে আন্দোলন করানো হয়েছিল। সেখানে নার্স ছিলো অল্প কয়জন।তিনি বলেন, ওরা একটা লাশ চেয়েছিল। নার্সদের এগিয়ে দেয়া হয়েছে। তোমরা আন্দোলন করো। আমরা ব্যবস্থা নিচ্ছি। একটা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। শেখ হাসিনা সরকারকে আর কোন ভাবে পতন করা যাবে না ভেবেই নীরিহ নার্সদের দিয়ে এই আন্দোলন করানো হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আন্দোলন করে বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ১৯৭৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী এম মনসুর আলীর বাসায় যেমন জাসদ নামে একটি দল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল, তেমনি তারা সরকার উৎখাতের জন্য একটা পরি¯ি’তি সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু আমি থাকতে এ কাজ হতে দিতে পারি না।হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর করতে টার্গেট কিলিং করা হচ্ছে। বিএনপি-জামায়াতের ছাত্রছায়ায় এই সকল হত্যাকারীরা টার্গেট কিলিং করছে। খালেদা জিয়ার আচলতলে হত্যাকারীরা।

তিনি বলেন, বিএনপির অনেকে বলে, ডিজিটাল বাংলাদেশ কি ? খালেদা জিয়া এমনিতেও মেট্রিক পাস করেননি। বায়োমেট্রিক পাসও তিনি করেননি। বিএনপি ডিজিটাল বাংলাদেশ বুঝবে কিভাবে?সিম ও রিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করার মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছিলাম একটি জাতীয় পরিচয় পত্রের বিপরিতে ৬০ হাজার সিমের নিবন্ধনের ঘটনা ঘটেছিল। তাই আমরা বায়োমেট্রিকে সিম নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করলাম। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের কারণে অপরাধ কমে যাবে।তিনি বলেন, ১১ কোটি ৬০ লাখ সিম ও রিম রেজিস্ট্রেশন সহজ কথা নয়। আমরা দিবারাত্র পরিশ্রম করেছি। সকল সমালোচনাকে কাধে নিয়েই আমরা এগিয়ে গেছি। শুধুমাত্র এ কথাটি চিন্তা করে সত্যের জয় হবেই। কারণ যখন মানুষ সৎ উদ্দেশ্যে নিয়ে কাজ করে তখন সে বিজয়ী হয়। তাই ১১ কোটি ৬০ লক্ষ মানুষের সমর্থন এটাই প্রমাণ করে সত্য আবারও বিজয়ী হয়েছে। সৎ উদ্যোগের সাথে সবসময় জনগণ থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here