নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা:৫ স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন

0
0

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা

নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যা মামলায় র‌্যাবের তৎকালীন মেজরসহ ৫ জনের স্বাক্ষ্যগ্রহণ ও জেরা হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে প্রধান আসামী নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা, লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ সহ ২৩ আসামীর উপস্থিতিতে স্বাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়। দুপুর আড়াইটা পর্যন্ত ৫ জনের স্বাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত আগামী ১৩ জুন পরবর্তী স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ ও জেরার তারিখ ধার্য্য করেন ।

বাদিপক্ষের আইনজীবি সাখাওয়াৎ হোসেন খান জানান, স্বাক্ষ্য গ্রহণ কার্যক্রমের শুরুতেই র‌্যাব-১১’র নরসিংদী ক্যাম্পের তৎকালীন কমান্ডার মেজর সুরুজ আলীর স্বাক্ষ্যগ্রহণ শেষে জেরা করা হয়। এরপর পর্যায়ক্রমে র‌্যাব সদস্য ডি এ ডি সালাম শিকদার, নায়েক আজম আলী, নায়েক আবদুর রাজ্জাক এবং এল এফ মো: আবদুস সামাদ এর স্বাক্ষ্য গ্রহণের পর আসামীপক্ষের আইনজীবিরা তাদের জেরা করেন। এই নিয়ে ৭ খুনের দুটি মামলায় মোট ১২৭ জন স্বাক্ষীর মধ্যে পৃথক দুই মামলার বাদি, একজন যুগ্ন জেলা জজ, পাঁচজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, র‌্যাব সদস্য ও বেশ কয়েকজন আইনজীবিসহ মোট ৬৬ জনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।

তিনি আরো জানান, আজ যে পাঁচজন আদালতে স্বাক্ষ্য প্রদান করেছেন তারা এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রত্যেকেই তৎকালীন সময়ে র‌্যাব-১১তে কর্মরত ছিলেন। সাতজনকে অপহরণের পর কিভাবে নরসিংদী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে কাঁচপুর ব্রিজের নীচ থেকে লাশগুলো ট্রলারে উঠানো থেকে শুরু করে শীতলক্ষ্যা নদীতে গুম করা পর্যন্ত ঘটনার সাথে কারা কারা ছিলেন, কার কি ভূমিকা ছিল- আজ আদালতে তারা এর বিস্তারিত বর্ণণা দিয়েছেন। এই মামলা প্রমাণের ক্ষেত্রে তাদের স্বাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সিনিয়র আইনজীবি চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সাত খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তার জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় অপর একটি মামলা দায়ের করেন। দীর্ঘ এক বছর পর মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল ৩৫ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। এই মামলায় ৩৫ জন আসামীর মধ্যে ২৩ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। ১২ জন আসামী এখনো পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here