বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাজীপুরে রবিবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে এ উপলক্ষে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। এতে গাজীপুরের জেলা প্রশাসক জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা আতাউল্লাহ মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বেঙ্গল প্লাস্টিকের সৌজন্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বর্জ ব্যবস্থাপনা রক্ষার্থে তিনশত পরিবেশবান্ধব ডাস্টবিন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ওই ডাস্টবিন সরবরাহ করা হবে বলে জেলা প্রশাসক এসএম আলম জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।