লিবিয়া উপকূলে ১০৪ অভিবাসীর মরদেহ উদ্ধার

0
272

লিবিয়া উপকূলে ১০৪ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়া উপকূল থেকে ১০৪ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে দেশটির নৌবাহিনী।শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। দেশটির নৌবাহিনীর কর্নেল আয়ুব গাসিম জানান, লেবাননের পশ্চিমাঞ্চলীয় শহর জয়ারার কাছাকাছি উপকূল থেকে ১০৪ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।অবৈধ পথে ইউরোপগামী অভিবাসীর নৌকাগুলো সাধারণত ছোট হয়। এসব নৌকায় সাধারণত ১২৫ জনের মতো লোক ধরে। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, গত বৃহস্পতিবার উপকূলে একটি নৌকা ভাসতে দেখে তা জব্দ করে লিবিয়ার কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে, বুধবার অভিবাসী নিয়ে ইউরোপের উদ্দেশে পাড়ি দিচ্ছিলো নৌকাটি।অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাত্রা বন্ধ করা যাচ্ছে না। ফলে এভাবে নৌকা ডুবিতে মৃতের সংখ্যা বাড়ছেই, বলেন এই কর্মকর্তা।লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে গমনেচ্ছু অভিবাসীর সংখ্যা দিনদিন বাড়ছে। ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দেওয়ায় প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।প্রতিনিয়ত সাগর উপকূল থেকে অবৈধভাবে ইউরোপগামী প্রবাসীদের আটক করে লিবিয়ার আইন-শৃঙ্খলা বাহিনী।সাম্প্রতিক সময়েও ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ যাত্রার সময় এক হাজারের বেশি অভিবাসীকে উপকূল থেকে উদ্ধার করে লিবিয়া নৌবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here