যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে আকস্মিক বন্যা, ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ৪

0
282
flood in usa defence headqurter
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার আকস্মিক বন্যার সময় সামরিক যান উল্টে পাঁচ মার্কিন সৈন্যের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরো চার জন।  সামরিক ঘাঁটি ফোর্ট হুড কমিউনিকেশন অফিস এক বিবৃতিতে জানায়, পানি থেকে কমপক্ষে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিন সৈন্যকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।  সম্প্রতি ফোর্ট হুডসহ টেক্সাসে বেশ কয়েকটি মারাত্মক ঝড় আঘাত হেনেছে। বৃহস্পতিবার বন্যার সময় প্রশিক্ষণ মহড়া চলাকালে সৈন্যদের লাইট মিডিয়াম ট্যাকটিকাল ভেইকল উল্টে যায়।  দুর্ঘটনার পর বিমান থেকে তল্লাশি অভিযান চালানো হয়। এছাড়া সেখানে ক্যানাইন ইউনিট ও উদ্ধারকারী নৌকা মোতায়েন করা হয়।  যুক্তরাষ্ট্রের এ সেনা ঘাঁটি হাউস্টনের ২শ’ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। এখানে প্রায় ৪১ হাজার সৈন্য অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here