বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত ২০

0
0
03-06-16-Bogra_Road Acident-4
জেলার শেরপুর উপজেলার ধনকুন্ডিতে আজ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।  ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ৭ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়।  বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে রংপুর থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১১৬৭) ও দিনাজপুরের ফুলবাড়ীগামী রেখা এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪-২৮১৫) যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ বাসের ৭ জন নিহত হন।
নিহতদের মধ্যে ৫ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুরের বেনজির (৩৫), দিনাজপুরের নিউটাউনের পারভেজ (৩৭), টাঙ্গাইলের ঘাটাইলের ভোলা মিয়া (৪০), দিনাজপুরের নবাবগঞ্জের সামিম হোসেন বেলাল (৪০) ও দিনাজপুর সদরের নাজমুল (৪০)। সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে ২ জন এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়। এদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে দুর্ঘটনাকবলিত যান দুটি পড়ে থাকার কারণে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকা যানজটমুক্ত করে বলে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here