ফাহিম মুনয়েমের প্রথম জানাজা অনুষ্ঠিত

0
0
03-06-16-Fahim Munaim_Namaje Janaja-6
বেসরকারি মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফাহিম মুনয়েমের প্রথম জানাজা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জুন) সকাল সাড়ে ১০টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তার তিন ছেলে ফারহাজ, ফরহান, ফায়হান মুনয়েম উপস্থিত ছিলেন।
এছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাছানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান প্রমুখ জানাজায় অংশ নেন। প্রেসক্লাবে জানাজার ১০ মিনিট পরই সৈয়দ ফাহিম মুনয়েমের মরদেহ তার কর্মস্থল মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা শেষে বাদ জুমা গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ফাহিম মুনয়েম একজন গুণী ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন গুণী ব্যক্তিকে হারিয়েছি। মিডিয়া একজন ভাল সাংবাদিককে হারালো। বুধবার (০১ জুন) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ফাহিম মুনয়েম।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ছিলেন ফাহিম মুনয়েম। ২০১০ সালের মে মাসে তিনি মাছরাঙা টেলিভিশনের সিইও এবং চিফ এডিটর হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এ নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া দৈনিক সংবাদ, দ্য মর্নিং সান ও বার্তা সংস্থা ইউএনবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রখ্যাত সাংবাদিক সৈয়দ নূরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের সময় বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here