প্যারিসে বন্যায় জনজীবনে দুর্ভোগ

0
206

প্যারিসে বন্যায় জনজীবনে দুর্ভোগবন্যার কারণে ফ্রান্সের প্যারিসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত ল্যুভর মিউজিয়াম।শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।ফ্রান্সের সরকারি কর্মকর্তারা বলছেন, প্যারিস ও এর আশপাশের এলাকায় বন্যার পানি বেড়েই চলছে। সিন নদীতে পানি স্বাভাবিকের চেয়ে ৬ মিলিমিটার উচুতে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানি থেকে রক্ষা করতে ল্যুভর মিউজিয়ামের মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিখ্যাত এ মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে।গত কয়েক দিনের তুমুল বৃষ্টিতে ল্যুভর মিউজিয়ামের পার্শ্ববর্তী সিন নদীর পানি উপচে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে প্যারিসের ওরসে মিউজিয়ামাও।এদিকে বন্যায় জার্মানি ও ফ্রান্সে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জার্মানির দক্ষিণাঞ্চলে ১০ জন এবং বাকি একজন ফ্রান্সে।বন্যা ও কয়েকদিনের বৃষ্টিতে জার্মানির বেশ কয়েকটি শহর দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছে পার্শ্ববর্তী বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পোল্যান্ডও।ফ্রান্স ও জার্মানির আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, আগামী ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here