মুঠোফোন সিম ব্যবহার করে কথা বলাসহ অন্যান্য সেবার ওপর সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে মুঠোফোন সিমভিত্তিক সব ধরনের সেবার ওপর গ্রাহকের খরচ আরেকটু বাড়বে। জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মুঠোফোন সিমভিত্তিক সেবার ওপর এ সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেন। অর্থমন্ত্রীর প্রস্তাবে বলা হয়েছে, গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইলের সিম কর ব্যাপক হারে কমিয়েছি। এ কারণে সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি। এ সিদ্ধান্তের ফলে বর্তমান মুঠোফোন সিম সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জের সঙ্গে নতুন ৫ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হবে। তবে মুঠোফোনের সিমকার্ডের কর গত অর্থবছরের মতোই ১০০ টাকা রাখা হয়েছে। ২০১৬-২০১৭ অর্থবছরে অনুন্নয়ন ও উন্নয়ন মিলে বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে বাংলাদেশের ৪৫তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মোট বাজেটের অর্ধেকের বেশি আসবে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রিত কর থেকে। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর ৫৯.৭ শতাংশ অর্থাৎ, ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। এরমধ্যে মূল্য সংযোজন কর বা (ভ্যাট) ৩৫.৮ শতাংশ, আমদানি শুল্ক ১১.১ শতাংশ, আয়কর ৩৫.৪ শতাংশ, সম্পূরক শুল্ক ১৪.৮ শতাংশ এবং অন্যান্য ২.৯ শতাংশ।এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসবে ২.১ শতাংশ।কর ছাড়া প্রাপ্তি ৯.৫ শতাংশ ও অভ্যন্তরীণ অর্থায়ন থেকে ১৮.১ শতাংশ ধরা হয়েছে।বৈদেশিক ঋণ থেকে ৯ শতাংশ ও বৈদেশিক অনুদান ধরা হয়েছে ১.৬ শতাংশ।
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০টি পণ্যে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভ্যাট আরোপ করা হয়েছে।অর্থমন্ত্রী বলেন, পণ্যের সরবরাহ শৃঙ্খলের মধ্যে অন্তর্ভুক্ত সবাইকে মূল্য সংযোজনের পরিমাণের ওপর ভ্যাট পরিশোধ করতে হবে। সে কারণে ক্রমান্বয়ে অব্যাহতির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
ভ্যাট অব্যাহতি পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে প্রতি কেজি একশ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বানরুটিসহ সব ধরণের রুটি, হাতে তৈরি কেক, বিস্কুট, ১২০ টাকা পর্যন্ত প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল, প্লাস্টিকের পাদুকা, স্থানীয়ভাবে উৎপাদিত হার্ডবোর্ড, বৈদ্যুতিক জেনারেটর, ট্রাভেল এজেন্সি ও মেডিটেশন সেবা।অর্থমন্ত্রী বলেন, হস্তচালিত লুমের তৈরি ফেব্রিক্সের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রেখে পাওয়ার লুম হতে তৈরি ফেব্রিক্সে ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
এদিকে, ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভ্যাট আরোপ করা হয়েছে। সংসদে অর্থমন্ত্রী বলেন, মৃত্যু সংবাদজনিত বিজ্ঞাপন ছাড়া পত্রিকায় প্রকাশিত অন্যান্য সব ক্লাসিফাইড বিজ্ঞাপনের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করে ক্লাসিফাইড বিজ্ঞাপনকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।