চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শ্লীলনতাহানীর অভিযোগে গ্রামীন ব্যাংকের নাচোল শাখার ম্যানেজার আবু হায়াত আব্দুল মোত্তালিব কে আটক করেছে নাচোল থানা পুলিশ ।আটককৃত ব্যাক্তি থানাও নওগাঁ জেলার ঘোষপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আবু হায়াত আব্দুল মোত্তালিব(৫৫)।
স্থানীয় সুত্রে জানা গেছে ,রবিবার বিকাল আনুমানিক ৩টার সময় নাচোল গ্রামীন ব্যাংক শাখায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার রক্ষিতপাড়া গ্রামের ( সিনিয়র ব্যবস্থাপক ,সিঃগ্রেড গ্রামীন ব্যাংক ফতেপুর নাচোল শাখা) আজিমুদ্দিন খাঁন ও তাঁর স্ত্রী মঞ্জুরী খাতুন আসেন।নাচোল গ্রামীন ব্যাংকের ম্যানেজার আব্দুল মোত্তালিবের সাথে আজিমুদ্দিন খাঁন ও ূূূূূূূতাঁর স্ত্রী মঞ্জুরীর বদলী সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাথাকাটি হচ্ছিল । কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরূ হয় । বাকবিতন্ডার এক পর্যায়ে নাচোল গ্রামীন ব্যাংকের ম্যানেজার আজিমুদ্দিন কে তাঁর অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টা করে ।কিন্তু আজিমুউদ্দিন ও তাঁর স্ত্রী ব্যাংক থেকে না যাইতে চাইলে নাচোল গ্রামীন ব্যাংকের ম্যানেজার আব্দুল মোত্তালিব ও পিওন নাসির আজিমুদ্দিনের স্ত্রী মঞ্জুরী খাতুনের স্পর্শকাতর জায়গায় ও পরনের কাপড় ছিঁড়িয়ে উভয়ের শ্লীলনতাহানী ঘটায়।ঘটনার ঐ রাতে আজিমুদ্দিন বাদী হয়ে ম্যানেজারের বিরুদ্ধে নাচোল থানায় অভিযোগ দ্বায়ের করলে নাচোল থানা পুলিশ সেই রাতেই নাচোল গ্রামীন ব্যাংকের ম্যানেজার আব্দুল মোত্তালিব (৫৫)কে আটক করে জেলহাজতে প্রেরন করেন। অন্যদিকে গত ২৯শে মে রবিবার রাতে নাচোল গ্রামীন ব্যাংকের ম্যানেজার আব্দুল মোত্তালিব ও বাদী হয়ে নাচোল থানায় আজিমুদ্দিন ও তাঁর স্ত্রী মঞ্জুরীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে নাচোল থানা পুলিশ ঘটনার ঐ রাতে আজিমুউদ্দিন (৩৫) কে আটক করে পরের দিন জেলহাজতে প্রেরন করেন ।
এ বিষয়ে আজিমুদ্দিন খাঁনের স্ত্রী মুঞ্জুরী খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,নাচোল গ্রামীন ব্যাংকের এরিয়া ম্যানেজার আব্দুল মোত্তালিব আমাকে অন্যত্র বদলী করবে বলে কুপ্রস্তাব দেয়।কিন্তু আমি ম্যানেজারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ম্যানেজার আমার স্বামীর অফিসে বদলী না করে গোদাগাড়ী শাখার বাসুদেবপুরে বদলী করে ।বদলী সংক্রান্ত বিষয় নিয়ে গত রবিবার আমি ও আমার স্বামী আজিমুদ্দিন খাঁন নাচোল গ্রামীন ব্যাংক শাখায় গেলে ম্যানেজার মোত্তালিব ও কর্মচারী নাসির আমার শ্লীলনতা হানী করে বলে তিনি জানান ।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছিরউদ্দিন জানান ,গত রবিবার রাতে নাচোল গ্রামীন ব্যাংকের ম্যানেজার আব্দুল মোত্তালিবের বিরুদ্ধে আজিমুদ্দিন অভিযোগ দাখিল করলে অভিযোগের ভিত্তিত্বে রবিবার রাতে ম্যানেজার আব্দুল মোত্তালিব (৫৫)কে আটক করে ও নাচোল গ্রামীন ব্যাংকের ম্যানেজার আব্দুল মোত্তালিব ঐরাতে আজিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দিলে রবিবার রাতে আজিমুদ্দিন (৩৫)কে আটক করে পরের দিন জেলহাজতে প্রেরন করেন বলে তিনি জানান।