কালিয়াকৈর হাইটেক পার্ক -এর নাম পরিবর্তন ॥

0
0

polok-1

সম্প্রতি মন্ত্রণালয়ের এক সভায় কালিয়াকৈর হাইটেকের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাই-টেক সিটি করা হয়েছে। ৩৫৫ একরের বঙ্গবন্ধু হাই-টেক সিটি হলো বাংলাদেশের সর্বপ্রথম হাই-টেক পার্ক। ওই জমির ২৩২একর জমিকে পাঁচটি ব্লকে ভাগ করা হয়েছে। ১নং ব্লকে প্রশাসনিক ভবন, হাসপাতাল, কাস্টম হাউজ, স্কুল-কলেজ, ব্যাংক, শপিংমল, আবাসিক এলাকা, ২নং ব্লকে মাল্টি টেন্যান্ট বিল্ডিং, শিল্প এলাকা, কনভেনশন সেন্টার, হোটেল, ৩নং ব্লকে মাল্টি টেন্যান্ট বিল্ডিং, শিল্প এলাকা, ৪নং ব্লকে শিল্প এলাকা, হেলি প্যাড এবং ৫নং ব্লকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, শিল্প এলাকা ইত্যাদি নির্মাণ করা হচ্ছে। এছাড়া এখানে আধুনিক রেল স্টেশনও স্থাপন করা হচ্ছে। যা দিয়ে এ সিটির কর্মরত কর্মকর্তা-কর্মচারি ও সংশ্লিষ্টরা যাতায়ত করবে।এখানে ২৮টি বিভিন্ন কম্পোনেন্টের ৯৫শতাংশ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের প্রথম পর্যায় শেষ হলে আগামি দশ বছরে এখানে প্রায় এক লাখ তরুন-তরুনীর কর্মসংস্থান হবে। এখানে একটি টাউনশীপ গড়ে উঠবে।প্রতিমন্ত্রী পরে বঙ্গবন্ধু হাইটেক সিটি চত্বরে একটি ফলের চারা রোপন করেন এবং প্রকল্প কাজ ঘুরে দেখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here