কারিগরি ত্র“টির কারণে এয়ারটেল নেটওয়ার্কে সমস্যা: ক্ষুব্ধ গ্রাহক

0
0

Airtel_logo

সেলুলার ফোন অপারেটর এয়ারটেল-এর মোবাইল সুইচিং সেন্টারে (এমএসসি) আকস্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকা ও অন্য ১০টি জেলায় এ অপারেটরর নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়েছে। বুধবার বাংলাদেশ টেলিকমুনিকেশন রেগুলেটরি কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যানের কাছে এয়ারটেলের পক্ষ থেকে দেয়া এক চিঠিতে বলা হয়, মতিঝিল ০৯ এমএসসি’-এর সিগনালিং কার্ডে আকষ্মিক ত্রুটির কারণে বৃহত্তর ঢাকা, পুরাতন ঢাকা, কুমিল্লার একাংশ, চাঁদপুর, নোয়াখালী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারিপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ সারাদেশের প্রায় ৬০০ সাইট-এর বিশাল নেটওয়ার্ক গত রাত ৮টা ৫৩ মিনিট থেকে মারাত্মক সমস্যা দেখা দেয়।

চিঠিতে বলা হয়, আকস্মিক এই বিপর্যয়ের কারণে এয়ারটেল টুজি ও থিজি নেওয়ার্কের প্রায় ৪০ শতাংশ প্রভাবিত হয়।বায়োমেটিক পদ্ধতিতে সিম যাচাইয়ের একেবারে শেষ দিকে এসে এই নেটওয়ার্ক বিপর্যয়ের প্রেক্ষিতে কয়েক শ’ ক্ষুব্ধ গ্রাহক বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ অপারেটরের ধানমন্ডি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

এয়ারটেল গ্রাহক মেহেরুন্নেসা খান বলেন, সকাল ৮টার দিকে তিনি যখন দেখতে পান তার মোবাইল ফোন সেটে নো নেটওয়ার্ক কভারেজ লেখা ভেসে ওঠেছে তখন তিনি চিন্তিত হয়ে পড়েন। তিনি আরো বলেন,আসলে বায়োমেট্রিক পদ্ধতি সফলভাবে সিম যাচাই সম্পন্ন হওয়ার পরও নো নেটওয়ার্ক কভারেজ দেখে আমি বিষ্মিত হয়েছি যে কেন আমার সিমটি নিস্ত্রীয় করা হলো।অবশ্য এয়ারটেল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতি সিম পুনঃযাচাইয়ের সঙ্গে এই গ্লিটচ (ত্র“টি)-এর কোন সম্পর্ক নেই।পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত ১২টার পর থেকে বন্ধ হয়ে গেছে অনিবন্ধিত সব সিমের আউটগোয়িং কল। কিন্তু বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করার পরও কিছু সিম বন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার সকালে এ অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের কাস্টমার কেয়ারে জড়ো হয়েছেন প্রায় শতাধিক গ্রাহক। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পরিস্থিতি সামলাতে ওই কাস্টমার কেয়ারের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এয়ারটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এয়ারটেলের একটি প্রধান মোবাইল সুইচিং সেন্টার গঝঈ০৯ এ আকস্মিক যান্ত্রিক গোলোযোগের কারণে দক্ষিণ ঢাকা ও নারায়ণগঞ্জের এয়ারটেল গ্রাহকরা সাময়িক নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বায়োমেট্রিক রেজিস্ট্রেশন না করার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই।এয়ারটেল টিম দ্রুততা এবং একাগ্রতার সাথে এই সমস্যার নিরসনে কাজ করে যাচ্ছে। শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।এদিকে, অনিবন্ধিত সিমগুলো পুরোপুরি অকার্যকর না করায় আরো তিন থেকে চারদিন ইনকামিং কল চালু থাকবে। তবে অপারেটর ভেদে ইনকামিং কল চালু থাকার মেয়াদও ভিন্ন।

বিটিআরসি সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন শূন্য ঘণ্টা থেকে অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে এই সিদ্ধান্ত শুধু আউটগোয়িং কলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। রোববার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, বন্ধ হয়ে যাওয়া সিমগুলো নতুন করে কিনতে পারবেন দুই মাসের মধ্যে। আর প্রবাসী বাংলাদেশিরা এ সুযোগ পাবেন ১৮ মাস পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন তবে মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিম বিক্রি করে দিতে পারবে।বিটিআরসির নিয়ম অনুযায়ী, বন্ধের ১৫ মাস এবং পরবর্তীতে আরও তিন মাসের মধ্যে নোটিশ দিয়ে ক্রেতা সাড়া না দিলে সিমের মালিকানা বিক্রি করতে পারবে অপারেটরগুলো। এক্ষেত্রেও সে নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ ১ জুন থেকে অনিবন্ধিত সিম ব্যবহার করতে চাইলে নির্ধারিত ১৫০ থেকে ২০০ টাকা দিয়ে সিম পুনঃনিবন্ধন করতে হবে। সিম নিবন্ধনের ঘোষণা আসার পর প্রথম সিম বন্ধ হওয়ার আল্টিমেটাম ছিল এপ্রিলের ৩০ তারিখ। নির্দিষ্ট সময় আসার ঠিক ১ দিন আগে ঘোষণা দিয়ে জানানো হয়েছিল, এই মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। ৩১ মে সিম পুনঃনিবন্ধনের শেষ সময় ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here