এমপিরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হতে পারবে না

0
0

হাইকোর্ট

বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং ে বার্ডের প্রো-বিধানমালা ২০০৯এর ৫(২) ধারা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে আজ হাইকোর্ট।এর ফলে সংসদ সদস্যরা স্কুল-কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হতে পারবেন না। রিট আবেদনকারী ও আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ কথা জানান।বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় দেয়।

ইউনুছ আলী জানান, ওই প্রো-বিধানের ৫ ধারার ক্ষমতা বলে স্থানীয় সংসদ সদস্যরা ৪টি বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হতে পারতেন।এ আইনজীবী জানান, একইসঙ্গে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটিও বাতিল করেছে একই আদালত। এ বিশেষ কমিটির প্রধানস্থ’ানীয় সংসদ সদস্য এবং বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। পাশাপাশি আদালত

ওই কমিটি ভেঙ্গে দিয়ে এডহক কমিটি গঠন করে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্টানের আদেশ দিয়েছে।
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এর আগে প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলো আদালত। বুধবার রুলের শুনানি শেষে রায় দেয় আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here