সদ্য ডিএমপি থেকে প্রকাশিত ব্লগার হত্যায় জড়িত ৬ জঙ্গিকে ধরতে হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার (২০ মে) এ কথা জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আহমেদ। তিনি জানান, সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আসামি ও ব্লগার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গিসহ কোনো অপরাধী যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্যই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পুরো বিমানবন্দর এলাকার প্রবেশ ও বাহির পথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। বিমানবন্দরের প্রবেশমুখে প্রতিটি যানবাহন ও ব্যক্তিদের করা হচ্ছে তল্লাশি। বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, জঙ্গি সংগঠনের সদস্যরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ করছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা বিমনবন্দরের ভেতরে ও বাইরেসহ পুরো এলাকায় নজরদারি করছে।
এদিকে বিমানবন্দরে আসা সব যাত্রীদের পাসপোর্ট ও নাম পরিচয় অধিক গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতেও নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে, সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য বিমানবন্দর ও সীমান্ত এলাকায় পুলিশি সতর্কতা জারি করা হয়েছে।