বাংলাদেশ-বুলগেরিয়া সহযোগিতা বাড়াতে ৪ চুক্তি

0
0

20-05-16-BD PM_Bulgaria PM-21

বাংলাদেশ ও বুলগেরিয়ার সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য তিনটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ।বাংলাদেশ ও বুলগেরিয়ার সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য তিনটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ।শুক্রবার সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়।বুলগেরিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের চুক্তির বিভিন্ন বিষয় জানান।স্বাক্ষরিত তিন সমঝোতা স্মারকের মধ্যে ছিল- বাংলাদেশ-বুলগেরিয়ার সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, এটি সই করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বুলগেরিয়ার অর্থনীতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী দানিয়েলা ভেজিয়েভা।

বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বুলগেরিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতামূলক সমঝোতার স্মারক, এটি সই করেন বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী ও বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ভ্যালেন্টিন পোরিয়াজভ।

বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন ও বুলগেরিয়ার স্মল অ্যান্ড মেডিয়াম এন্টারপ্রাইজেস প্রমোশন এজেন্সির মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহযোগিতা বিষয়ক স্মারক, এটি সই করেন বাংলাদেশের পক্ষে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম ও বুলগেরিয়ার এসএমই প্রমোশন এজেন্সির নির্বাহী পরিচালক মারিয়াতা জাহারিয়েবা ।অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও বুলগেরিয়ার পক্ষে দেশটির অর্থনৈতিক উপমন্ত্রী দানিয়েলা ভেজিয়েভা স্বাক্ষর করেন।

বুলগেরিয়া রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বাংলাদেশের পক্ষে ও পররাষ্ট্র উপমন্ত্রী ভেলেন্তিন পরিয়াজভ দেশটির পক্ষে কূটনৈতিক সহযোগিতার সমঝোতা চুক্তিতে সই করেন।আর ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ে সমঝোতায় বাংলাদেশের পক্ষে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম ও বুলগেরিয়ার পক্ষে এসএমই প্রমোশন এজেন্সির নির্বাহী পরিচালক সই করেন।

অপর চুক্তিতে বাংলাদেশের পক্ষে এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম ও বুলগেরিয়ার পক্ষে বিসিসিআইয়ের মহাসচিব ভাসিল তদোরভ স্বাক্ষর করেন।এছাড়া, অনুষ্ঠানে স্বাক্ষরিত হয় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বুলগেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যেএকমাত্র সহযোগিতা চুক্তিটি।এটিতে স্বাক্ষর করেন বাংলাদেশের এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম ও বুলগেরিয়ার পক্ষে বিসিসিআই মহাসচিব ভাসিল তোদোরভ।

এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।গ্লোবাল উইমেন লিডারস ফোরাম উপলক্ষে গত বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন শেখ হাসিনা।সফর শেষে শুক্রবার রাতে সোফিয়া থেকে রওনা হয়ে শনিবার সকালে ঢাকা পৌঁছনোর কথা রয়েছে শেখ হাসিনার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here