গাজীপুরে যাত্রীবেশে গাড়িতে ছিনতাইকালে আন্তঃজেলা ৭ নারী ছিনতাইকারীকে শুক্রবার দুপুরে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ জনরোষ থেকে ওই নারী ছিনতাইকারীদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধর্মমন্ডল গ্রামের জাকির হোসেনের স্ত্রী শিল্পী আক্তার (২২), মৃত আব্দুর রশিদের স্ত্রী আয়েশা আক্তার (৪০), রিপন মিয়ার স্ত্রী জাহানারা আক্তার জানু (২৩), মোঃ শের আলীর স্ত্রী সুমি আক্তার (২৫), রাসেল মিয়ার স্ত্রী কুলসুম বেগম (২০), ইউনুছ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৪০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মোঃ শানু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫)।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ও এলাকাবাসী জানান, গাজীপুরের কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চান্দনা চৌরাস্তা যাচ্ছিল। পথে দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৭ নারী ছিনতাইকারী ওই লেগুনাটিতে ওঠে। লেগুনাটি রাজেন্দ্রপুর ছেড়ে কিছুদূর যাওয়ার পর তারা লেগুনার অপর এক মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় ওই মহিলা চিৎকার শুরু করলে চালক লেগুনাটি থামায় এবং আশপাশের লোকাজন এগিয়ে এসে ওই ৭ মহিলাকে ধরে ফেলে। পরে লোকাজন ওই মহিলাদের কাছ থেকে ছিনতাইকৃত চেইটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জনরোষ থেকে আটককৃতদের উদ্ধার করে বিকেলে জয়দেবপুর থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃত ছিনতাইকারী দলের নেত্রী তাসলিমা বেগম ও নাসিমা বেগম জানায়, তাদের আরও একজন দলনেত্রী রয়েছেন যার নেতৃত্বে উত্তরা থেকে গাজীপুরের মাওনা পর্যন্ত এই ছিনতাই কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, আন্তঃজেলা ছিনতাইকারী দলের এই চক্রটি দীর্ঘদিন যাবত গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় অভিনব কায়দায় ছিনতাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।