হেসেই চলেছে রিবাট কোহলির ব্যাট। বুধবার কিং ইভেলেন পাঞ্জাবের বিপক্ষেও তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ৫০ বলে ১২টি চার ও ৮টি চারের মারে ১১৩ রানের অতিমানবীয় ইনিংস খেলেন তিনি। চলতি আইপিএলে এটি তার চতুর্থ সেঞ্চুরি। কোহলির ব্যাটিংয়ে ভর করে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় পেয়েছে ৮২ রানে। অসাধারণ এই ইনিংস খেলার পথেই আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি। তা ছাড়া প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বেঙ্গালুরুর অধিনায়ক। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পেছনে ফেলেছেন স্বদেশী ক্রিকেটার সুরেশ রায়নাকে।
১৩৬ ম্যাচ খেলে ৩৬.৭৫ গড়ে কোহলি নামের পাশে যোগ করেছেন ৪০০২ রান। ১৪৩ ম্যাচ খেলা রায়নার সংগ্রহ ৩৩.৪৮ গড়ে ৩৯৮৫ রান। তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয় এই ওপেনার ১৪১ ম্যাচ খেলে করেছেন ৩৩.৭১ গড়ে ৩৮৪৪ রান। প্রত্যেকেরই আইপিএলে অভিষেক হয়েছে ২০০৮ সালে। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামবেন সুরেশ রায়না। কেকেআরের বিপক্ষে ১৮ রান করলেই কোহলিকে ফের ছাড়িয়ে যাবেন রায়না। আর চার হাজারি ক্লাবে পৌঁছতে গুজরাট অধিনায়কের দরকার ১৫ রান।