দেশে ভবিষ্যতে নির্বাচন করতে ট্যাংক বানানো লাগবে: সিইসি

0
0

কাজী রকিবউদ্দীন আহমদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনে সহিংসতা উপমহাদেশের সংস্কৃতি। পশ্চিমবঙ্গ ও বিহারে প্রচুর সহিংসতা হয়েছে। বিদেশে কিন্তু আমরা এসব দেখি না। সেখানে নির্বাচন কেন্দ্র দেখিয়ে দিতে হয়তো একজন ট্রাফিক পুলিশ আছে। আর্মস (অস্ত্রধারী) পুলিশ ব্যাটালিয়ন থাকে না। আমাদের তো মনে হচ্ছে যে নির্বাচন করার জন্য ট্যাংক বানানো লাগবে!প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) নির্বাচন ১৮০ দিনে সম্পন্ন করা জটিল ব্যাপার বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২০১৬ উপলক্ষে এ সভার আয়োজন করে।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ইউপি নির্বাচন মাঝামাঝি পর্যায়ে আছে। এখনো দুটি পর্যায় বাকি আছে। এবার আইনের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনের পর শপথগ্রহণের পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। মার্চ থেকে জুনই হলো টাইম ফ্রেম। কিন্তু জুন থেকে রমজান শুরু হচ্ছে। রমজানে নির্বাচন করা কঠিন। আমরা সাধারণত সেটি করি না।সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সভায় নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, ডিআইজি শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশ সুপার একেএম হাফিজ আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন, খোরশেদ আলম, কোস্টগার্ডের কমান্ডার ফয়েজ উদ্দিন, বিজিবির লে. কর্নেল ইকরাম, লে. কর্নেল ইমারতসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের পরবর্তী ধাপে রাতে ভোটকেন্দ্র দখলের মতো বিশ্রী ব্যাপার কমে এসেছে। কিন্তু তৃতীয় ধাপে একটিও হয়নি। চতুর্থ ধাপে আবার দু-একটি ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য শুনে আশাবাদী যে আগের চেয়েও সামনের নির্বাচন আরও ভালো ও সুষ্ঠুভাবে করতে পারব।কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, আজকের দিনে বাংলাদেশের মিডিয়া (গণমাধ্যম) অত্যন্ত সফল এবং আপনাদের উপস্থিতি সব জায়গায় আছে। আপনারা নির্বাচনের দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনারা ভোটকেন্দ্রের ভেতরের ছবি, লাইনের ছবি, গণনার ছবি দেশবাসীকে দেখান। এতে প্রতিটি জায়গায় সুষ্ঠু লাইনে বৃদ্ধ, নারীসহ সর্বস্তরের ভোটার যে ভোট দিচ্ছেন, সেই দৃশ্য আপনাদের মাধ্যমে দেশবাসী দেখতে পায়। অবশ্য বেশ কিছু কেন্দ্রে বিশৃঙ্খল ও বেআইনি কাজ যে ঘটেছে, সেগুলোও আপনারা দেখিয়েছেন।এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এই দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা বারবার দেখানোর কারণে সবার মনে ধারণা হয় যে সব জায়গাতে খারাপ নির্বাচন হচ্ছে। আসলে আপনাদের ভিডিওগুলো যদি নিরপেক্ষভাবে দেখেন, তাহলে উত্তরাটা আপনারা পেয়ে যাবেন। আমি আশা করি, দেশবাসীও তা বুঝতে পেরেছে।

সিইসি সাংবাদিকদের বলেন, পঞ্চম ধাপের নির্বাচনের আগের রাতে কিংবা নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলের ঘটনা যাতে না ঘটতে পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশন দৃঢ় পদক্ষেপ নেবে। যদিও আগের নির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। কিন্তু ভবিষ্যতে যেন আর না ঘটে, সেদিকে আমরা সচেষ্ট।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিকে নির্বাচন বিধিমালা অনুযায়ী দুই বছর সাজা দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আইনের ব্যাপার। ম্যাজিস্ট্রেট যেখানে তার বিচার করবেন সেই বিচার ঊর্ধ্বতন আদালত সবসময় দেখবেন। সেটি দেখার দায়িত্ব তাদের।ম্যাজিস্ট্রেট আইন মোতাবেক বিচার করেছেন কিনা উচ্চতর বিচারকরা দেখবেন। উচ্চ আদালত ভেরি অ্যাকটিভ। কাজেই তারা সেখানে যেতে পারেন। অনেকে যাচ্ছেনও। যদি কোনো আইনগত ত্রুটি থাকে তবে উচ্চতর আদালতে সুবিচার পাবেন।

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নির্বাচনী আইনের কোনো আলাদা বিষয় নয়। নির্বাচনী আইনেও সাজা হবে। দেশের প্রচলিত আইনেও সাজা হবে। কাজেই প্রচলিত আইন, নির্বাচনী আইনের বরখেলাপ সবই যোগ দেওয়া হবে। একটি অপরাধ হলে সেটি সব আইনেই কাভার করে। কাজেই আইনের যেসব বিষয় আছে সবই প্রযোজ্য হবে। এটা আপনাকে আইনজ্ঞরাই বলতে পারবেন। আমি নই।সিইসির বক্তব্যের সূত্র ধরে উপস্থিত নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বলেন, কোনো বিচারক যখন বিচার করেন তখন স্বাধীনভাবে বিচার করেন। তারা নির্বাচন কমিশনে হয়তো সহায়তা করতে এসেছেন, তারা নির্বাচন কমিশনের অধীন এ কথাটি সঠিক নয়। একজন বিচারক বা ম্যাজিস্ট্রেট, হোন তিনি জুডিশিয়াল বা নির্বাহী, তিনি যখন বিচার করবেন স্বাধীনভাবে বিচার করবেন। তার ঊর্ধ্বতন আদালত আছে, সেখানেই আপিল হবে। দুই বছর বেশি হয়েছে মনে হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপিল অথরিটি আছে। তার কাছে গেলে তিনি দেখবেন সেটি বেশি হয়েছে না কম হয়েছে।

নির্বাচন কমিশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলে দেবে না, তুমি তিন বছর, দুই বছর, এক বছর, দুই দিন বা এক দিন সাজা দেবে। সেটি তার সিদ্ধান্ত। যেখানে অপরাধ সংঘটিত হয়েছে, ওই অপরাধের যে শাস্তি আছে তার আলোকে তিনি সাজা দেবেন। নির্বাচন কমিশন ম্যাজিস্ট্রেটকে বলে দেওয়ার কোনোরকম এখতিয়ার নেই কত দিনের সাজা দেবেন। গত ৭মে বেলা সোয়া ১২টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রণিসহ নয়জনকে আটক করা হয়। জব্দ তালিকায় বলা হয়, রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। এরপর তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রণিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেন। পরদিন রোববার সকালে রণিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রণির বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।এ ঘটনার পর থেকে নগর ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন রণির মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here