চড় মেরে সাংসদ বলেন, শালা কান ধর, ১০ বার ওঠবস কর

0
0

‘তার-ছেঁড়া শিক্ষক’ স্বেচ্ছায় কান ধরেছেন- সেলিম ওসমান

স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন বলে সাংসদ সেলিম ওসমানের বক্তব্য শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তিনি জানান, সেদিন সেলিম ওসমান তাঁর দুই গালে দুটি করে চারটি চড় মারেন। এরপর বলেন, শালা কান ধর। ইসলাম ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি জানিয়ে শিক্ষক বলেন,সেদিনের পুরো ঘটনাই সাজানো।বৃহস্পতিবার খানপুর শহরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এসব কথা বলেন।

সেদিন শিক্ষক স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন বলে সাংসদ সেলিম ওসমান বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দাবি করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ক্ষুব্ধ কণ্ঠে শিক্ষক বলেন, প্রশ্নই ওঠে না। পুরো ব্যাপারটিই ছিল সাজানো। মসজিদের মাইকে উত্তেজনা ছড়ানো হচ্ছিল। সভার কথা শুনে তিনি স্কুলে যান। কিন্তু গিয়ে দেখেন পরিস্থিতি ভিন্ন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কয়েকজন আমাকে পেটায়। বিকেলে সেলিম ওসমান ঘটনাস্থলে আসেন। আমার শরীর তখন একেবারেই দুর্বল। যে ঘরে তাঁকে আটকে রাখা হয়েছিল, সাংসদ সেখানে ঢুকে কোনো কথা না বলে দুটি করে চারটি চড় মারেন। লজ্জায় তখন আমার মাথা হেঁট হয়ে যাচ্ছিল। এরপর ঘর থেকে বের করে সাংসদ লোকজনের সামনে এনে আমাকে বলেন, শালা কান ধর। ১০ বার ওঠবস কর। জীবন বাঁচাতে তা করতে বাধ্য হই।কেন এ রকম ঘটনা ঘটল—জানতে চাইলে শিক্ষক বলেন, আমি স্কুলটি দাঁড় করিয়েছি। কিছু লোকজন চাচ্ছিলেন আমি যেন স্কুলে না থাকতে পারি। তাঁরাই ষড়যন্ত্র করেন।

চড় মেরে সাংসদ বলেন, শালা কান ধর, ১০ বার ওঠবস করইসলাম ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেছিলেন কি না, জানতে চাইলে শিক্ষক বলেন, আমি কোনো কটূক্তি করিনি। পুরোটাই সাজানো। স্কুল থেকে বের করতেই এসব ষড়যন্ত্র হয়েছে।শিক্ষককে সাংসদ সেলিম ওসমান তোরছেড়া’ বলেছেন। জানিয়েছেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির ব্যাপারে সাংসদের কাছে প্রমাণ আছে। শিক্ষকের পরিবার লিখিত দিয়েছে। এসব ব্যাপারে জানতে চাইলে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত বলেন, আমার স্ত্রী হাসপাতালে আছেন। তাঁকে ডাক দেন। এগুলো ভিত্তিহীন কথা।শিক্ষক বলেন, যে সাংসদ শিক্ষকের গায়ে হাত তোলেন, তাঁকে যেন বরখাস্ত করা হয়।সরকারের তদন্ত কমিটি শিক্ষককে স্বপদে বহাল করেছে। শিক্ষক এ জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সবাইকে শত কোটি প্রণাম ও শ্রদ্ধা জানান।শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, ধর্মীয় অবমাননার অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পায়নি সরকারি তদন্ত কমিটি। বিদ্যালয় পরিচালনা কমিটি অন্যায়ভাবে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করেছিল। তাই ওই কমিটি বাতিল করা হয়েছে। আর শ্যামল কান্তিকে তাঁর স্বপদে বহাল রাখা হয়েছে বলে মন্ত্রী জানান

এদিকে, নারায়ণগঞ্জে এক স্কুল শিক্ষককে মারধর ও কান ধরে উঠ-বস করানোর ঘটনা নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগ এনে সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, তিনি ক্ষমা চাইবেন না।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ওই ঘটনায় তার ভূমিকা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সংসদেও যাবেন না। যদি আমাকে ক্ষমা প্রার্থনা করতে বলেন, আল্লাহকে যদি কেউ কটাক্ষ করে, একজন মুসলমান হিসেবে আমি কার কাছে ক্ষমা প্রার্থনা করব? যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে। ক্ষমাটা কার কাছে চাইতে বলছেন আমাকে? শিক্ষকের কাছে? তার সাথে তো আমার সুসম্পর্ক আছে। ওই ঘটনা নিয়ে সারা দেশে ওঠা প্রতিবাদকে সেলিম ওসমান আখ্যায়িত করেন ‘বিভ্রান্তিকর খবর প্রচার হিসেবে। তাতে আমি সমাজের কাছে ছোট হয়েছি। আমি লজ্জিত হতে পারি। আমি আমার মহান সংসদের কাছে লজ্জিত হতে পারি। আমি দুঃখিত হতে পারি। আমি যদি প্রথম দিন এই সংবাদ সম্মেলনটা করতাম, তাহলে হয়তো এই দুঃখিত বা লজ্জিত শব্দটা ব্যবহার করতে হতো না।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান সাংসদ সেলিম ওসমান। এ সময় তার আশপাশ থেকে জয় বাংলা’ স্লোগান শোনা যায়। ওই ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। শিক্ষক ও আইনজীবীরা সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িতদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সমালোচনায় মুখর হন ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও।

১৪ দলের পক্ষ থেকে বলা হয়, ওই কাজ করে সেলিম ওসমান সাংসদ পদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে কান নিজের কান ধরার ছবি দিয়ে শুরু হয় অভিনব প্রতিবাদ ‘স্যরি স্যার’। ওই ঘটনায় সাংসদ সেলিম ওসমানসহ যাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে বুধবার হাই কোর্ট একটি রুলও জারি করে। এদিকে দেশজুড়ে প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই মঙ্গলবার সেই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। এর দুই দিনের মাথায় শিক্ষামন্ত্রী স্কুলের পরিচালনা পর্ষদ বাতিলের সিদ্ধান্ত জানিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে বরখাস্তের আদেশও অবৈধ ঘৈাষণা করেন।

ঢাকায় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেকের মধ্যে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় পার্টির টিকেটে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের এমপি হওয়া প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমান। তিনি দাবি করেন, আল্লাহকে কটাক্ষ করার জন্য এলকার মানুষের দাবি অনুযায়ী” তিনি ওই কাজ করেছেন। ক্ষমা চাইবেন না জানিয়ে তিনি বলেন, এখন আমি অপেক্ষায় আছি। যেহেতু আদালত একটি রুল জারি করেছেন। পুলিশ প্রশাসক, জেলা প্রশাসন যদি আমাকে দায়ী করেন, তাতে যদি আমার ফাঁসি হয়, আমি কোনো আপত্তি করব না।

২০১৪ সালের এপ্রিলে নাসিম ওসমানের মৃত্যুর পর তার ভাই সেলিম নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজেরও সভাপতি। নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ পরিচালক আবু আহম্মেদ সিদ্দিক, বিকেএমইএর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের শামীম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাকে পাশে নিয়ে সেলিম ওসমান এই সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমার তদন্ত না হবে, ততক্ষণ আমি আর এই সমস্ত চেয়ারগুলিতে বসব না। আমি বিকেএমইএর চেয়ারে বসব না, চেম্বারে বসব না, ফোরেশনের চেয়ারে বসব না। আমি সংসদেও যাব না।

প্রধান শিক্ষক পদে শ্যামল কান্তি ভক্তকে পুর্নবহালের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সেলিম ওসমান। তদন্ত কমিটির কেউ তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলেও তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here