গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হয়ে বুধবার স্থানীয় সময় দেড়টায় সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান বুলগেরিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভেজদি রাশিদভ ও বুলেগেরিয়ায় বাংলদেশের রাষ্ট্রদুত মো. আল্লামা সিদ্দিকী।বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড সংবর্ধনা দেওয়া হয়। এরপর হোটেল ম্যারিনেলা সোফিয়ায় যান শেখ হাসিনা।
স্বাধীনতা লাভের পর প্রথম দিকেই বাংলাদেশকে স্বীকৃতি দেয় বুলগেরিয়া।কিন্তু বাংলাদেশের কোনো সরকার প্রধান এর আগে বুলগেরিয়া সফর করেননি। শেখ হাসিনাই প্রথম বুলগেরিয়া করছেন। শেখ হাসিনা বিকালে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লিভনিলিয়েভের সঙ্গে তার বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।বিকালেই উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন শেখ হাসিনা। ফোরামে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারীনেতৃত্ব অংশ নেবেন।রাতে ইউনেস্কো মহাসচিব ইরিন বোকোভার দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।
শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৈঠকের পর চুক্তি হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা শুক্রবার রাতে সোফিয়া থেকে রওনা হয়ে শনিবার সকালে ঢাকা পৌঁছবেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠিতব্য গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’-এ অংশ গ্রহণের জন্য তিনদিনের সরকারি সফরে সকালে বুলগেরিয়ার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন।ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটযোগে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮ টা ৪০ মিনিটে (লন্ডন সময়) প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী এদিন বিকেলে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠিতব্য গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। একইদিনে প্রধানমন্ত্রী ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন।
আগামী ২০ মে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে ঢাকা ও সোফিয়ার মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে এবং তাঁরা যৌথ বিবৃতি প্রদান করবেন।এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্মানে বুলগেরিয়ার জাতীয় সংসদের চেয়ারওমেন সেটস্কা সাচেভার উদ্যোগে গ্রান্ড হোটেল সোফিয়াতে আয়োজিত ভোজসভাতে যোগ দিবেন।