কান চলচ্চিত্র উৎসবে আজ বাংলাদেশ

0
0

2016_05_17_13_41_16_9KDmIGGwJWAusc8dYIPnI50Xk2egzl_original
বিশ্বচলচ্চিত্রের আসরে হরহামেশাই উপস্থিত হচ্ছে বাংলাদেশ। তবে, এবারের প্রসঙ্গটা একটু ভিন্ন। কেননা এ যে কান চলচ্চিত্র উৎসব। বিশ্বচলচ্চিত্রের সবচেয়ে বড় আসর। এ আসরে এবার বাংলাদেশের উপস্থিতিও ঘটছে উল্লেখ করার মতোই। যদিও কানের মূল আয়োজনে নয়, তবু চলচ্চিত্রের বিশ্ববাজারে আজ প্রদর্শীত হতে যাচ্ছে বাংলাদেশের দু’টি ছবি। দেশিয় চলচ্চিত্রের আন্তর্জাতিক বিস্তারে এ পদক্ষেপ তাই গুরুত্বের সঙ্গেই দেখছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

অমিতাভ রেজা ‘আয়নাবাজি’ ও তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’। আজ বাংলাদেশ সময় রাত দশটায় বিশ্বচলচ্চিত্রের নানা প্রযোজক-পরিবেশকদের সামনে উপস্থাপিত হবে চলচ্চিত্র দু’টি। উৎসবের বানিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম এ চলচ্চিত্র দু’টি প্রদর্শিত হবে ফেষ্টিভ্যালের প্রধান ভবন প্যালেস দু’ফেস্টিভ্যাল এর প্যালেসে।

ইতিমধ্যেই উৎসবে উপস্থিত হয়েছেন নির্মাতা অমিতাভ রেজা ও তৌকির আহমেদ। তৌকিরের সঙ্গী হয়েছেন বিপাশা হায়াত। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান উপস্থিত হয়েছেন। আছেন লালটিপ চলচ্চিত্রের নির্মাতা স্বপন আহমেদ ও নির্মাতা ও টেলিভিশন ব্যক্তিত্ব সামিয়া জামানও।

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে চলচ্চিত্রের উপস্থাপন। ফরিদুর রেজা সাগর জানালেন ‘এ অনুভূতিটা সত্যিই অনেক আনন্দের। আমরা বিভিন্ন উৎসবে বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে ‘অজ্ঞাতনামা’র চেয়েও বড় কথা হলো এ ছবিকে কেন্দ্র করে এখানে অনেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও বাংলাদেশকে জানার চেষ্টা করছে। ছবিটির পোস্টারে আমরা কান উৎসবের লোগো ব্যবহার করতে পারছি, এটাও বড় প্রাপ্তি।’

জানা যায়, শুধু ‘অজ্ঞাতনামা’ কিংবা ‘আয়নাবাজি’ই নয়, নাসিরউদ্দীন ইউসুফের ‘গেরিলা’, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’, স্বপন আহমেদ পরিচালিত ‘লাল টিপ’, মাসুদ আখন্দের ‘পিতা’ চলচ্চিত্রগুলোও প্রযোজক পরিবেশকদের সামনে তুলে ধরা হবে।

ইমপ্রেস আগেই জানিয়েছিলো যে, ইতিমধ্যে ওয়ারনার ব্রাদার্স, এরস, এম কে ২ সহ বিশ্বের খ্যাতনামা ফিল্ম ডিসট্রিবিউটর কোম্পানিগুলো কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখার আগ্রহ ব্যক্ত করেছেন। জানা যায়, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন পরিবেশকরা প্রতিষ্ঠানটির সঙ্গে ই-মেইলে আলোচনা শুরু করেছেন।

উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে আমন্ত্রিত প্রযোজক, পরিচালক, অভিনয় শিল্পী এবং সাংবাদিকরাই এই প্রিমিয়ার শোটি দেখার সুযোগ পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here