পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আবদুল জব্বার খানের বড় ছেলে কলাম লেখক সাদেক খান মারা গেছেন। সোমবার বারিধারার বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান তার ভাই পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সাদেক খানের গাড়ি চালক নজরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে তিনি গোসল করতে বাথরুমে ঢোকেন। এরপর দীর্ঘ সময় সাড়া না পেয়ে বেলা ১২টার দিকে দরজা ভেঙে তাকে বাথরুমের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পরে রাশেদ খান মেননকে খবর দেওয়া হলে তিনি এসে সাদেক খানের মরদেহ ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান বলে জানান নজরুল।সাদেক খানের বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।গত শতকের পঞ্চাশের দশকে দৈনিক সংবাদে সাংবাদিকতা শুরু করা সাদেক খান বিভিন্ন পত্রিকায় কলাম লিখেছেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইংরেজি সাপ্তাহিক ‘হলিডে’তে লিখেছেন।সংবাদপত্রে কাজ করার পর তরুণ বয়সে চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার নদী ও নারী সিনেমাটি মুক্তি পায় ষাটের দশকে।
রাজনৈতিক দর্শনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অনুসারী সাদেক খানের সঙ্গে বিএনপির সখ্য ছিল। ২০১২ সালে বাংলাদেশ গণশক্তি দল নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। সাদেক খানের মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।ষাটের দশকে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করা বিচারপতি আবদুল জব্বার খানের ছেলেমেয়েদের মধ্যে সাদেক খানই ছিলেন সবার বড়। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়।সাদেক খানের ভাইবোনদের মধ্যে আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান ছিলেন একজন সচিব। কবি হিসেবে তিনি পরিচিত ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ নামে। গত শতকের আশির দশকে তিনি এইচ এম এরশাদ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আরেক ভাই এনায়েতুল্লাহ খান ছিলেন সাপ্তাহিক হলিডে ও ইংরেজি দৈনিক নিউ এজ এর প্রতিষ্ঠাতা সম্পাদক। জিয়াউর রহমানের সামরিক সরকারে মন্ত্রীর দায়িত্ব পালনের পর এরশাদের সময়ে চীন ও মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব তিনি পালন করেন।বাকি ভাইবোনের মধ্যে সেলিমা রহমান বিএনপির একজন ভাইস চেয়ারম্যান। খালেদা জিয়ার চার দলীয় জোট সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছেন। আর তাদের আরেক ভাই শহিদুল্লাহ খান বাদল একসময় ঠিকাদারী ব্যবসায় যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা ব্যাংকের একজন পরিচালক এবং নিউ এইজের পরিচালনা পর্যদেও যুক্ত।বিলুপ্ত দৈনিক আজাদের প্রধান প্রতিবেদক, শেখ রকিব উদ্দিন (৮৪) েি বলেন, “সাদেক ভাইকে আমি খুব কাছাকাছি থেকে দেখিছি। তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। কেবল সাংবাদিকতা নয়, চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনে তিনি প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।
সাদেক খানের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম ও তরিকুল ইসলাম শোক প্রকাশ করেছেন।এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
সকাল ১০টায় তাঁর লাশ শেষ শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় প্রেসক্লাবে আনা হবে এবং বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।পাকিস্তান এসেম্বলীর স্পিকার মরহুম আবদুল জব্বার খাঁনের বড় ছেলে মরহুম সাদেক খানের লাশ বনানীতে তার পিতার কবরে সমাহিত করা হবে।সাদেক খানের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত। ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় সাদেক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে জাতি একুশে পদকপ্রাপ্ত একজন বিশিষ্ট বরেণ্য সাংবাদিককে হারালো। তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন।