প্রতিটি চাঞ্চল্যকর খুনের সঙ্গে জামায়াত-শিবির জড়িত: ডিআইজি

0
0

16-05-16-Crime Conference-5

দেশের সাম্প্রতিক ঘটনাগুলো যুদ্ধাপরাধের বিচার কার্যকরের আগে-পরের সময়ে ঘটছে।এসব ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পর্ক রয়েছে। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বার্ষিক অপরাধ বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান।তিনি বলেন, যখনই যুদ্ধাপরাধীদের বিচার হয়, তার আশপাশের সময়ে খুনের ঘটনাগুলো ঘটে।তিনি আরও বলেন, প্রতিটি চাঞ্চল্যকর খুনের পর যাদের ধরা হয়েছে, তাদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পর্ক আছে। জামায়াত-শিবির এসব কাজে অর্থায়ন করছে।উল্লেখ্য, মৃত্যুদণ্ডের অভিযোগে ২০১৫ সালের এপ্রিলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয়।এর আগে ওই বছরের ২৬ ফেব্র“য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অভিজিত রায়কে, ৩০ মার্চ ওয়াশিকুর রহমান বাবুকে এবং ১২ মে অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করা হয়।২০১৫ সালের নভেম্বরে জামায়াতের সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়।

এর কাছাকাছি সময়ে ওই বছরের ৭ আগস্টে নিলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়,৪ সেপ্টেম্বর পীর রহমত উল্লাহ ও তার খাদেম আবদুল কাদের, ২৮ সেপ্টেম্বর চেসারি তাভেল্লা, ৩ অক্টোবর হোশি কুনিও, ৫ অক্টোবর পীর খিজির হায়াত খান, ২২ অক্টোবর এএসআই ইবরাহিম মোল্লা, ৩১ অক্টোবর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ও ৪ নভেম্বর পুলিশ কনস্টেবল মুকুল হোসেনকে হত্যা করা হয়।সর্বশেষ ১২ মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়।এর কাছাকাছি সময়ে গত ২১ ফেব্র“য়ারি হিন্দু পুরোহিত যজ্ঞেস্বর দশাধিকারী,১৪ মার্চ শিয়া হোমিওপ্যাথি চিকিৎসক আবদুর রাজ্জাক,২২ মার্চ ধর্মান্তরিত খৃস্টান হোসেইন আলী,৬ এপ্রিল ধর্মনিরপেক্ষ অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ, ২৩ এপ্রিল অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিক, ২৫ এপ্রিল সমকামী অধিকার বিষয়ক কর্মী জুলহাজ মান্নান, ৩০ এপ্রিল হিন্দু দর্জি নিখিল জোয়ার্দার, ৬ মে পীর শহীদুল্লাহ এবং বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসা ওরফে উ গাইন্দ্যাকে হত্যা করা হয়।দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া বড় ধরনের নাশকতাগুলোর সঙ্গে একাত্তরে মানবতা বিরোধীদের ফাঁসি কার্যকরের একটি যোগসূত্র খুঁজে পাচ্ছে পুলিশ। এসব হত্যাকাণ্ডের পেছনে আইএস এর যোগাযোগের কথা বারবার বলা হলেও তদন্তের কোনো সত্যতা পাওয়া যায়নি। জড়িতরা প্রায় সবাই অতীতে জামায়াতের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করছে পুলিশ।ডিআইজি বলেন, যখনই কোন যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকরের সময় হয়, তখনই দেখা যায় দেশজুড়ে একটি গোষ্ঠী নাশকতা শুরু করে। এসব নাশকতার পেছনে যেসব জঙ্গি রয়েছে, তাদের অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় তারা আগে জামায়াত করতেন।তিনি বলেন, এদের যারা অর্থদাতা তারা যুদ্ধাপরাধের বিচার চায় না। এরা একাত্তরে মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছিল।

আগামী দিনে যুদ্ধাপরাধীদের যে রায়গুলো কার্যকর হবে, তা ঘিরে কেউ যাতে কোনো প্রকার নাশকতা ঘটাতে না পারে সে ধরনের সব প্রস্তুতি ঢাকা রেঞ্জের পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বলেও জানান ডিআইজি।

তিনি আরো বলেন, দেশে কোনো ঘটনা ঘটলেই একটি গোষ্ঠী তাতে আইএসের ব্র্যান্ড লগিয়ে দেন। কিন্তু পরবর্তিতে আমরা তদন্তে কোথায় আইএস পাই না।উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে কমপক্ষে ২০ জন ব্যক্তি রয়েছেন যারা: ব্লগার, পীর, হিন্দু ও খ্রিস্টান ধর্মগুরু, বিদেশি এবং অন্য ধর্মমতের বিশ্বাসী। এসময় এপ্রিল মাসে ঢাকা বিভাগে খুন ও ডাকাতির ঘটনা কমেছে, তবে বেড়েছে অস্ত্র ও মাদক উদ্ধারেঘটনা। সব মিলে অপরাধ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান।তিনি বলেন, এখন ঢাকাসহ দেশে একটি ক্রান্তিকাল চলছে। তবে দেশবাসীকে একটি কথায় বলবো আপনারা কেউ নিরাপত্তাহীনতায় ভুগবেন না। পুলিশ বাহিনী এখন অনেক শক্তিশালী। যে কোনো ধরনের পরিস্তিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা বেড়েছে। যে কোনো নাশকতার ঘটনা ঘটার আগে কেন পুলিশ তা প্রতিহত করতে পারছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, সবকিছুর পরেও সব বাহিনীর মতই পুলিশেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর এ কারণেই যে কোন ঘটনা ঘটার আগে পুলিশ তা প্রতিহত করতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here