কলম্বিয়ায় রেকর্ড পরিমাণ কোকেন আটক

0
83

কলম্বিয়ায় রেকর্ড পরিমাণ কোকেন আটক
কলম্বিয়ার উপকূলীয় টার্বো শহর থেকে বিপুল পরিমাণ কোকেন উদ্ধার করেছে। এটাই দেশটির অভ্যন্তরে সবচেয়ে বেশি পরিমাণ অবৈধ মাদক আটকের ঘটনা। নৌযানটি থেকে প্রায় ৮ টন কোকেন উদ্ধার করা হয়েছে। উত্তরপশ্চিম উপকূলীয় শহর টার্বোর কাছে অবস্থিত একটি কলা বাগানে এই বিপুল পরিমাণ অবৈধ মাদক লুকিয়ে রাখা হয়েছিল।  খবর বার্তা সংস্থা এএফপি’। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস টুইটারে কর্মকর্তাদের অভিনন্দন জানান।

তিনি টুইটারে বলেন, ‘টার্বোতে অভিযান চালিয়ে আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ অবৈধ মাদক আটক করা হয়েছে।’পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত রেকর্ড পরিমাণ এই মাদকগুলো অপরাধ চক্র ক্ল্যান উসুগার। এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অপর তিন অপরাধী পালিয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলেজাস বলেন, ‘প্রায় দেড় টন মাদক মুড়িয়ে রাখা হয়েছিল এবং এগুলো বিদেশের বাজারে পাচার করার জন্য প্রস্তুত ছিল।’ ক্ল্যান উসুগা অপরাধ চক্রটি মূলত মাদক পাচার করে। কিন্তু চক্রটির বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধভাবে খনি খনন ও হত্যা অভিযোগ রয়েছে।  কলম্বিয়ার পুলিশের অনুমান এই চক্রটির প্রায় ২ হাজার সক্রিয় সদস্য রয়েছে।  বিগত ৫ বছরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চক্রটির ৬৭০০ সদস্যকে আটক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here