ট্রাম্প-পুতিনের চুমুতে আলোড়ন

0
0

GettyImages-531157596
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্তরঙ্গ চুমুর একটি ছয় ফুট ম্যুরাল বসিয়ে আন্তর্জাতিক দৃষ্টি কেড়েছে লিথুয়ানিয়ার একটি ছোট্ট রেস্তোরাঁ। রাজধানী ভিলনিয়াসের কিউল রিউকের স্মোকিং পিগ নামের রেস্তোরাঁয় স্থাপিত মুর্যা লটি ১৯৭৯ সালে দুজন কমিউনিস্ট নেতার চুমুর আদলে তৈরি। ওই দুজন হলেন সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ এবং পূর্ব জার্মানির এরকি হোয়েনেকার। স্লেভিক দেশগুলোতে পুরুষের ঠোঁটে ঠোঁট মেলানো একটি স্বাভাবিক অভিনন্দন। স্মোকিং পিগের মালিক ডমিনিকাস চেকাউস্কাস বলেন, এই দুটি প্রতিকৃতির মধ্যে সাদৃশ্য ইচ্ছা করেই করা হয়েছে। ‘আমরা মনে করি এখন আর বার্লিন সীমান্ত নয়, পূর্ব ও পশ্চিমের মধ্যে এখন সীমান্ত হচ্ছে বাল্টিক দেশগুলো।’ লিথুয়ানিয়া বাল্টিক দেশগুলোর একটি যা দীর্ঘদিন সোভিয়েত শাসনে ছিল। নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে আরো অনেক দেশের মত লিথুয়ানিয়াও স্বাধীন হয়। চেকাউস্কাস বলেন, এই ম্যুরাল সেকথাই স্মরণ করিয়ে দিচ্ছে যে ট্রাম্প ও পুতিন মিলিত হলে আমরা কী দেখতে পাব। তাদের মধ্যে সদ্ভাব আছে বলেই মনে হচ্ছে। গত ডিসেম্বরে পুতিন ট্রাম্পকে ‘আলোকিত ও চৌকস’  বলে মন্তব্য করেন। এর একদিন পর ট্রাম্পও পুতিনের প্রশংসা করেন এই বলেন, আমাদের দেশের নেতাদের চেয়ে ভালো নেতা পুতিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here