গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর এরশাদনগর এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্রে কুপিয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ওয়ার্ড সভাপতি মো. শরিফ হোসেন (৩৬) ও তার সহযোগী মো. জুম্মন মিয়াকে (২৫) নৃশংসভাবে খুন করেছে দূর্বৃত্তরা।
নিহত শরিফ টঙ্গী এরশাদ নগর পুর্নবাসন এলাকার ৪ নম্বর ব্লকের আলা উদ্দিনের ছেলে ও জুম্মন একই এলাকার হারুন মিয়ার ছেলে। পুলিশ রোববার সকালে এরশাদ নগরের পূর্ব পাশে চানকির টেক বিল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ, এলাবাসি ও নিহতের স্বজনরা জানান, শনিবার রাত ১টার দিকে হাসান নামের এক যুবক শরিফকে বাসা থেকে ডেকে নেয়। তখন শরিফের সাথে জুম্মনও ওই যুবকের সাথে যায়। এর পর রাতে তারা আর বাসায় ফিরেনি। সকালে পাশের চানকিরটেক বিলের প্রায় একশ’ গজ দূরত্বের ব্যবধানে শরিফ ও জুম্মনের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে টঙ্গী মডেল থানার পুলিশ, র্যাব-১ ও পিআইবি’র সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত শরিফের মামা এরশাদ নগর ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল জলিল জানান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন শরিফ হোসেন। শরিফের বাড়িতে ৩টি সিসি ক্যামেরা রয়েছে। কারা তাকে ডেকে নিয়েছে ওই সিসি ক্যামেরার ছবি দেখলেই বলা যাবে। তার ধারণা, শরিফের হত্যাকারীদের চিনে ফেলায় জুম্মনকেও হত্যা করা হয়েছে।
এদিকে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, তাদেরকে কি কারণে হত্যা করা হয়েছে এব্যাপারে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। শরিফের বিরুদ্ধে টঙ্গী ও জয়দেবপুর থানায় অস্ত্র ও মাদক আইনের একাধিক মামলা রয়েছে। শরিফ এরশাদ নগরের অন্যতম ইয়াবা ব্যবসায়ী এবং মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলেও তিনি জানান। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গী থানার এসআই জহিরুল ইসলাম জানান, এরশাদ নগর এলাকার একটি রাস্তার পাশে জুম্মন ও পাশের জলাশয়ে শরীফের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত জুম্মনের মাথা অর্ধদ্বিখন্ডিত এবং শরিফুলের ঘাড় অর্ধদ্বিখন্ডিতসহ উভয়ের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কখন তাদের হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।