ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির এক নেতার সঙ্গে বৈঠকের খবরে আলোচনায় থাকা বিএনপি নেতা আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বিএনপির এই যুগ্ম মহাসচিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন।আসলাম চৌধুরীবিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার এই তথ্য জানিয়েছেন।
রোববার দুপুরে মহানগর পুলিশের সম্মেলনকক্ষে বিট পুলিশিং নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান সিএমপির কমিশনার মো. ইকবাল বাহার।আসলাম চৌধুরী চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক। সম্প্রতি তিনি ভারতে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দা এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।সরকার উৎখাত করতেই আসলাম চৌধুরী ওই সাক্ষাৎ করেছেন বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের নেতারা।বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মোসাদের এজেন্টের সঙ্গে আসলাম চৌধুরী দিল্লিতে একাধিক বৈঠক করেছেন।ইসরায়েলের সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস নামে একটি প্রতিষ্ঠানের প্রধান সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একাধিক ছবিও প্রকাশ করা হয়েছে।
আসলাম চৌধুরীর দাবি, তিনি গত মার্চে ব্যক্তিগত সফরে ভারতে গেলে অন্য একজনের মাধ্যমে সাফাদির সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা বিভিন্ন পর্যটন এলাকায় একসঙ্গে ঘুরেছেন, খাওয়াদাওয়া করেছেন। কিন্তু কোনো বৈঠক করেননি।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।বিএনপির সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে দলটি।বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে গিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে।
ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস ওয়াই রামাদেন বলেছেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব হবে বাংলাদেশের যেকোনো রাজনৈতিক দলের জন্য ‘রাজনৈতিক আত্মহত্যা’।সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার বলেন, পুলিশকে জনগণের বন্ধু করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে আনতে নগরের ১৬ থানাকে ১৪৫টি বিটে ভাগ করা হয়েছে। একজন এসআইয়ের নেতৃত্বে একেকটি বিটে পাঁচ–ছয়জন পুলিশ থাকবে। তারা এলাকার সব তথ্য হালনাগাদ রাখবেচট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সদরদপ্তরে রোববার এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। যখনই তাকে পাওয়া যাবে তখনই গ্রেপ্তার করা হবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও এই বিএনপি নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
হ্যাঁ, তার বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে,” দুপুরে এক প্রশ্নের জবাবে বলেছেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ঘটনায় অন্য যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।সম্প্রতি বাংলাদেশের একটি পত্রিকায় বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে ভারতে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সেই সাক্ষাতের খবর ও ছবি প্রকাশিত হয়। দিল্লিতে ডেল-আভিভ শীর্ষক ওই সম্মেলন এবং মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনসের ফেইসবুক পেইজেও দেখা যায় তাদের একাধিক ছবি।
লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি ইসরায়েলের বর্তমান সরকারের উপমন্ত্রী এম কে আয়ূব কারার একজন সাবেক উপদেষ্টা। তিনি নিজের নামে মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস প্রতিষ্ঠানটি চালান।আসলাম চৌধুরী ইতোমধ্যে তার দিল্লি সফর ও ওই ছবির সত্যতা স্বীকার করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। একাধিক পত্রিকা ও টেলিভিশনকে তিনি বলেছেন, তিনি তখন জানতেন না যে মেন্দি এন সাফাদি ইসরায়েলের লিকুদ পার্টির নেতা। আর ওই সফর ছিল তার ব্যক্তিগত, দলীয় বিষয় নয়।তবে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের লক্ষ্যে ওই বৈঠক হয়েছিল অভিযোগ করে আসলাম চৌধুরীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার চেয়েছেন আওয়ামী লীগ নেতারা।বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিএনপির কোনো নেতার সঙ্গে মোসাদ কানেকশান আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর ফিলিং স্টেশন, আবাসন ও জাহাজ ভাঙার ব্যবসা রয়েছে। ২০০৮ সালে প্রথমবার নিজের এলাকা সীতাকুণ্ড থেকে বিএনপির মনোনয়নে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এবারই প্রথম বিএনপির কেন্দ্রীয় কমিটিতে এসে যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেয়েছেন তিনি।