দেশের রাজনীতি দুষ্টচক্রের হাতে বন্দি: এরশাদ

0
56
Image Courtesy : banglamail24.com with their full rights
Image Courtesy : banglamail24.com with their full rights

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির নেতা-কর্মীরা আবার নতুন করে দলকে ক্ষমতায় যাওয়ার পথ দেখাচ্ছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে আবার শপথ নিচ্ছি জনগণের কল্যাণে আমরা কাজ করবো। শনিবার জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলে পার্টির প্রধান হিসেবে চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়ে তিনি কাউন্সিলর ও ডেলিগেটসদের উদ্দেশে এই কথা বলেন।

দেশের রাজনীতি আজ দুষ্টচক্রের হাতে বন্দি বলে উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ।তিনি বলেন,দেশেএখন স্বার্থের রাজনীতি চলছে।কোথাও স্বস্তিদায়ক ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নেই।বর্তমান রাজনৈতিক ধারা ক্রমান্বয়ে দুর্বৃত্ত চক্রের ব্যবসায়িক পণ্যে রুপান্তরিত হচ্ছে।ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শনিবার সকালে জাতীয় পার্টির অষ্টম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাউন্সিলরদের ভোটে সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সিনিয়র কো-চেয়ারম্যান এবং জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ও এ বি এম রুহুল আমীন হাওলাদার মহাসচিব পদে নির্বাচিত হন।

কাউন্সিলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলররা এই প্রস্তাব অনুমোদন করেন। এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাহী কমিটি গঠনের ক্ষমতা দেয়া হয় পার্টির পুনঃনির্বাচিত চেয়ারম্যান হুসেইন মুহম্মদএরশাদকে। পরে নবনির্বাচিতদেরকে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা অভিনন্দন জানান। এর আগে দলের সংশোধিত গঠনতন্ত্র পাস করার প্রস্তাব উত্থাপন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়। এতে কো- চেয়ারম্যান পদের অনুমোদন ও পার্টির চেয়ারম্যানের ৩৯ ধারায় কিছুটা পরিবর্তন আনা হলে তা সর্বসম্মতভাবে পাস হয়। পার্টির চেয়ারম্যান যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে পার্টির প্রেসিডিয়ামের সম্মতি নেবেন, এই শর্ত এতে যুক্ত করা হয়েছে।

পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে দলের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

পুনঃনির্বাচিত সিনিয়র কো চেয়ারম্যান সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেন, নতুন করে আমরা আবার বাংলাদেশকে গড়বো এটাই হোক আজকের দিনে আমাদের নতুন শপথ। তিনি সব ভেদাভেদ ভুলে পার্টির ঐক্য অটুট রাখার পরামর্শ দেন। হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি , অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, বিরোধী চিফ হুইপ তাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালাম ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান প্রমুখ।সকাল সাড়ে ১১টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির ৮ম কাউন্সিলের শুভ উদ্বোধনী ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ তার শাসনামলে উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং দেশের উন্নয়নের জন্য আগামী দিনে কাজ করার অঙ্গিকার করেন।

কাউন্সিল শুরুর পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। সম্মেলনের সফলতা, দলের চেয়ারম্যানসহ দেশের মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে দলের প্রেসিডিয়াম সদস্য কারী মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী মোনাজাত করেন। এর আগে শোক প্রস্তাব পাঠ করেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী।

শনিবার দুপুর ১২টার পর দলের অষ্টম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। প্রথম পর্বের এই কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করেন। জাতীয় পার্টির কাউন্সিলে দলের চেয়ারম্যান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ এবং দলের মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমিন হাওলাদার ফের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে উপস্থিত কাউন্সিলররা এই প্রস্তাব সমর্থন করেন। সম্মেলনে শুধু চেয়ারম্যান ও মহাসচিব নয়, দলের সিনিয়র কো- চেয়ারম্যান হিসেবে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও কো- চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে নির্বাচিত করা হয়েছে। পরে নবনির্বাচিতদের ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা অভিনন্দন জানান। দলের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাহী কমিটি গঠনের ক্ষমতা দেয়া হয়েছে পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে। এর আগে দলের গঠনতন্ত্র পাস করা হয়। কো-চেয়ারম্যান পদের অনুমোদন ও পার্টির চেয়ারম্যানের ৩৯ ধারায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে সেই গঠনতন্ত্রে। উল্লেখ্য ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়। শনিবার দলটির অষ্টম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here