রাজশাহীর তানোরে প্রাইভেট কারে হেরোইন সহ চিহ্নিত মাদক স¤্রাটকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তানোর-আমনুরা সড়কের কৃষ্ণপুর মোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক স¤্রাট রতন আলী উপজেলার মুন্ডুমালা পৌর সদরের বাসিন্দা ও বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক লুৎফর রহমানের পুত্র।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য অধ্যাপক লুৎফর চেয়ারম্যানের পুত্র রতন আলী উপজেলা জুড়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে হিরোইন ও ইয়াবার ব্যবসা করছিলেন। তবে গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই রুবেলের নেতৃত্বে সঙ্গীয় র্ফোস তানোর-আমনুরা সড়কের কৃষ্ণপুর মোড়ে তার প্রাইভেট কার তল্লাশী করে ১৬ পুরিয়া (০২.০০ গ্রাম) হিরোইন উদ্ধার করে। এসময় গাড়িতে হোরোইন বহন করার দায়ে তার নিজস্ব কারসহ ( ঢাকা মেট্রো ভ- ৫০১৪) তাকে আটক করে থানা হাজতে নেয়া হয়। এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত রতনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।#