ব্রাজিলের সিনেটে ভোটাভুটিতে দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিসংশনের সিদ্ধান্ত নেওয়ায় তিনি সাময়িকভাবে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হয়েছেন। অন্তবর্তী সময়ের জন্য তার স্থলাভিষিক্ত হয়েছে ভাইস-প্রেসিডেন্ট মিচেল তেমের।বিবিসি বলছে, অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে তেমের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।ছয়মাস ধরে সিনেটে প্রেসিডেন্টের অভিশংসন চলবে এবং এই পুরো সময়জুড়ে রৌসেফ বরখাস্ত থাকবেন।ভাষণে তেমের বলেন, জনগণের মূল্যবোধ এবং অর্থনীতি পুননির্মাণে আমাদের সক্ষমতার উপর আস্থা রাখুন।
দায়িত্ব নিয়েই তেমের ব্যবসাবান্ধব মন্ত্রিসভা ঘোষণা করেছেন। সেখানে সাবেক কেন্দ্রীয় ব্যাংক প্রধান হেনরিক মেইরেলেসকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হওয়ার বিষয়টিকে প্রহসন’ এবং ‘অন্তর্ঘাত’ বলে অভিহিত করেছেন রৌসেফ।বামপন্থি রৌসেফের সরকারে তেমের ছিলেন ভাইস-প্রেসিডেন্ট। মার্চে তার দল রৌসেফের সরকার থেকে সমর্থন তুলে নেয়।বুধবার ব্রাজিলের ৮১ সদস্য বিশিষ্ট সিনেটে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অধিবেশন শেষে আয়োজিত ভোটে রৌসেফকে অভিশংসনের পক্ষে ভোট পড়ে ৫৫টি। আর বিপক্ষে পড়ে ২০ ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় রৌসেফ তার শেষ ভাষণে তার বিরুদ্ধে আনা অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেন এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।৭৫ বছর বয়সী তেমের ১৮০ দিনের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ৬৮ বছর বয়সী রৌসেফকে অভিসংশনের জন্য এটাই চূড়ান্ত সময়। তেমের বলেন, ব্রাজিলে শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠা জরুরি। আমরা অবশ্যই একটি সরকার গঠন করবো যা জাতিকে রক্ষা করবে।২২ সদস্যের একটি শক্তিশালী মন্ত্রিসভা প্রস্তাব করেছেন তেমের। তাতে কোনো নারীকে অন্তর্ভুক্ত করা হয়নি।রৌসেফ ইতিপূর্বে অভিযোগ করেছিলেন, অভিশংসন প্রক্রিয়ায় পুরুষতান্ত্রিকতা পুরুষ নিয়ন্ত্রিত কংগ্রেসে অন্যতম প্রধান ভূমিকা রাখছে।
দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ব্রাজিলের প্রথম নেতা হিসেবে রৌসেফ প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হলেন।এখন থেকে ছয়মাস সিনেটে প্রেসিডেন্টের অভিশংসন চলবে এবং এই পুরো সময়জুড়ে রৌসেফ বরখাস্ত থাকবেন।এ সময় অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন মিচেল তেমের। রৌসেফের বরখাস্ত হওয়ার মধ্যদিয়ে ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে বামপন্থি ওয়ার্কার্স পার্টির একটানা ১৩ বছর ধরে চলা শাসনের অবসান ঘটল।এই অভিশংসনের প্রক্রিয়াকে বেআইনি’ দাবি করে একে ‘পার্লামেন্টারি ক্যু’ বলে অভিহিত করেছেন রৌসেফ।