গাজীপুরে মোটর সাইকেল আরোহী দুই সহোদরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার পর চাপা দিয়েছে সরকারি পরিবহন সংস্থা-বিআরটিসির একটি বাস। এতে ঘটনাস্থলেই দ্’ুজন নিহত হয়েছেন।এ ঘটনায় বাসটি পুড়িয়ে দিয়েছে প্রত্যক্ষদর্শী জনতা। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তার বর্ষা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ইকবাল হোসেন (২৫) ও তার ছোট ভাই এশফাক হোসেন হোসেন (১১)।তারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পলাশহাটি এলাকার মাইদুল ইসলামের ছেলে। ঢাকার উত্তরাখানে তারা বসবাস করতো।এশফাক তৃতীয় শ্রেণীর ছাত্র এবং ইকবাল মোটর মেকানিক ছিল বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বর্ষা সিনেমা হলের সামনে বিআররটিসির একটি বাস মোটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইকবাল এবং এশফাক রাস্তায় ছিটকে পড়ে। এরপরও বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।এদিকে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
টঙ্গী হাইওয়ে পুলিশের এসআই বাহার আলম জানান, বেলা ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় চৌরাস্তাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে বিআরটিসির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্র আরিফ ও তার ভাই মারা যায়। এ সময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বাসটিতে অগ্নিসংযোগ করে এবং বেশ কয়েকটি যানবাহনের কাচ ভাঙচুর করে।তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। এরপরও বিক্ষোভ অব্যাহত ছিল। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে বিক্ষুব্ধ জনতাকে রাস্তা থেকে সরিয়ে দেয়। দুপুর সোয়া ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।