বাংলাদেশে বিনিয়োগে বড় বাধা রাজনৈতিক অস্থিরতা ও জঙ্গি হামলা: ইইউ

0
0

Ambassador of the European Union (EU) Delegation to Bangladesh Pierre Mayaudon

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)রাষ্ট্রদূত পিয়েরে মায়াদো বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের অনেক সম্পদ রয়েছে প্রায়ই এমন কথা বলা হয়। যেসব বিদেশি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ রয়েছে, তারা আবারও বিনিয়োগ করছে। কিন্তু তথ্য-উপাত্ত এই সত্য সব সময় প্রমাণ করে না যে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো। প্রকৃত নতুন বিদেশি বিনিয়োগে কেন এই দ্বৈতাবস্থা?বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ-ইইউ বিজনেস কাউন্সিলের প্রথম সভার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উদ্দেশে পিয়েরে মায়াদো এসব কথা বলেন। বাংলাদেশে ইইউভুক্ত আট দেশ,পাঁচ যৌথ চেম্বার ব্যবসায়ীসহ মোট ৩৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মায়াদো।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।পিয়েরো মায়াদো তাঁর লিখিত বক্তব্যে বাংলাদেশে কাক্ষিত বিনিয়োগ না আসার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন। তিনি বলেন, এর আরও কারণ আছে, যেমন ক্রমবর্ধমান জঙ্গিবাদ বাংলাদেশে বহু ধরনের নৃশংসতা করছে,বিদেশিদেরও হত্যা করা হচ্ছে। এগুলোর কোনো ব্যাখ্যা নেই, বিচারও নেই। এ ছাড়া রয়েছে জ্বালানিঘাটতি ও অবকাঠামোগত সমস্যা। বিদেশিরা এসব কারণে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসতে দুবার চিন্তা করেন।অনুষ্ঠানে যুক্তরাজ্য,জার্মানি, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস ও স্পেনের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ শিরোনামে আলোচনা হয়।বাংলাদেশে বড় মাপে বিদেশি বিনিয়োগ না আসার পিছনে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোও ভূমিকা রাখছে বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন।

মায়াদোন বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের অনেক সম্পদ রয়েছে, যা আপনারা গোচরেএনেছেন। কিন্তু এরপরও বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বড় আকারে আসে নাই।বাংলাদেশভিত্তিক বিদেশি কোম্পানির পুনঃবিনিয়োগে বাস্তবতার এই চিত্র সব সময় প্রতিফলিত হয় না। কিন্তু সরাসরি বিদেশি বিনিয়োগ প্রত্যাশার তুলনায় কমে গেছে। কেন এই প্যারাডক্স?নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন মায়াদোন।তিনি বলেন, এই স্থবিরতাকে ব্যাখ্যা করতে সব সময় রাজনৈতিক অনিশ্চয়তাকে সামনে আনা হয়। সেই সঙ্গে বেড়ে চলা জঙ্গিবাদ, যা এখন অনেক হামলার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এবং বিদেশিসহ বেশ কিছু বর্বর, এখনও ব্যাখ্যাতীত হত্যাকাণ্ড রয়েছে, যার শাস্তি হয়নি।

গত বছরের ফেব্র“য়ারিতে বইমেলার বাইরে লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার পর অন্তত চারজন ব্লগার,অনলাইন অ্যাকটিভিস্ট ও প্রকাশককে কুপিয়ে হত্যা করা হয়। এরমধ্যে ঢাকায় ইতালির নাগরিক সিজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি কুনিও হোশিকে একই কায়দায় হত্যা করা হয়েছে। এ সময় কয়েকজন পুরোহিত এবং যাজকের পাশাপাশি আক্রান্ত হন শিয়া, আহমদিয়ারাসহ উদার সুন্নিরাও।এসব হত্যাকাণ্ড ও হামলার অনেকগুলোতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের দায় স্বীকারের’ বার্তা এলেও সরকার তা নাকচ করে বলছে, দেশের মধ্যে বেড়ে ওঠা জঙ্গিরাই এসব ঘটনা ঘটাচ্ছে।

বিদেশি বিনিয়োগ স্বল্পতা নিয়ে পিয়েরে মায়াদোন বলেন,রাজনৈতিক অশ্চিয়তা ও জঙ্গি হামলার পাশাপাশি জ্বালানি স্বল্পতা এবং সীমিত অবকাঠামোও বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আসার আগে দুইবার ভাবার কারণ ব্যাখ্যায় উঠে আসে।গত কয়েক বছর ধরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের খরা চলছে। অবশ্য অবকাঠামো খাতে বেশ কয়েকটি বড় প্রকল্প শুরু হওয়ায় চলতি অর্থবছরে এই অবস্থার পরিবর্তনের আভাস মিলেছে।গত জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ১৬৩১ মিলিয়ন ডলার,যেখানে ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৩৪২ মিলিয়ন ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here