বাংলাদেশি গৃহকর্মী সেই সুফিয়ার স্মরণে স্কুল বানালো আমিরাত

0
0

গৃহকর্মী সুফিয়া আক্তার জোসনার স্মরণে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে স্কুল গড়ে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি উন্নয়ন সংস্থা দুবাই কেয়ার্স।
গৃহকর্মী সুফিয়া আক্তার জোসনার স্মরণে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে স্কুল গড়ে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি উন্নয়ন সংস্থা দুবাই কেয়ার্স।

ছয় ছেলেমেয়ে আর স্বামীকে নিয়ে ছিল সুফিয়া আক্তার জোসনার পরিবার। স্বামীর সামান্য উপার্জনে দরিদ্র এ পরিবারটি খেয়ে না খেয়ে দিনাতিপাত করত। এর মধ্যেই একদিন স্বামী ভয়ানক অসুস্থ হয়ে পড়েন। কাজে যেতে পারেন না। পরিবারে কোনো উপার্জন নেই। ছয় ছেলেমেয়ে আর স্বামীকে নিয়ে অথৈই সাগরে পড়েন জোসনা।

চরম অভাবের মধ্যেই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের জোসনা পরিবারকে বাঁচাতে বিদেশ যাওয়ার উদ্যোগ নেন। ধারকর্জ করে ২০০৯ সালে তিনি গৃহকর্মী হিসেবে পাড়ি দেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। কাজ পান দেশটির রাজধানী দুবাইয়ের এক ধনকুবেরের বাড়িতে। জোসনার আয়ে ভাটাপাড়া গ্রামের বাড়িতে তাঁর পরিবার ভালোই চলছিল। স্বামী ছেলেমেয়েদের দেখেশুনে রাখতেন।

২০১৪ সালের ১৪ অক্টোবর একদিন ধনকুবের গৃহকর্তা পরিবারের সব সদস্যকে নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে যান। সঙ্গে ছিলেন গৃহকর্মী জোসনাও। হঠাৎ ঢেউয়ে গৃহকর্তার ছোট ছোট দুটি ছেলে (একজনের বয়স ৪, অন্যজনের ৬) ভেসে যাচ্ছিল। জোসনা জীবন বাজি রেখে সেই দুটি বাচ্চার প্রাণ রক্ষা করেন। কিন্তু তখন না ফেরার দেশে চলে যান জোসনা।

সেই সুফিয়া আক্তার জোসনার স্মরণে তাঁর জন্মস্থান ভাটাপাড়া গ্রামে দুবাই কেয়ার্স নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা একটি স্কুল করে দিচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পরিচালনায় ‘ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে। আয়োজকরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রসিদ আল মাকতুমের নির্দেশনায় এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই কেয়ার্স-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা তারিক আল গার্গ, সংযুক্ত আরব আমিরাতের ঢাকাস্থ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি আবদাল্লাহ আল সামসী, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম, সুফিয়া আক্তার জোসনার স্বামী খুরশিদ মিয়া ও তাঁর ছয় সন্তানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পরে সুফিয়া আক্তার জোসনার স্মরণে ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন তারিক আল গার্গ, শেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ, বাদশাগঞ্জ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, ব্র্যাক কর্মকর্তা মোসাদ্দেরুল হক প্রমুখ।

সুফিয়া আক্তার জোসনার স্বামী খুরশিদ মিয়া জানান, স্ত্রী সুফিয়া ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর পরিবারটি আবার অভাব-অনটনের মধ্যে পড়ে। ছয় ছেলেমেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। খুরশিদ মিয়া আরো জানান, দুবাই কেয়ার্সের কর্মকর্তাদের কাছে তাঁর পরিবারের জন্য আর্থিক সহায়তা করার আবেদন জানিয়েছেন। তাঁরা সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তাঁরা বলেছেন, তাঁদের কাজ শিক্ষা নিয়ে, তাই আগে স্কুলটি করতে চান তাঁরা। পরে পরিবারের আর্থিক সহযোগিতার ব্যাপারে উদ্যোগ নেবেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here