ঝিকরগাছায় পিস্তল ও শর্টগানসহ যুবলীগ নেতা আটক

0
0

akter
যশোরের ঝিকরগাছা থেকে আক্তারুজ্জামান নামে এক যুবলীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পার বাজারের হাজী ইসহাক মার্কেট থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও শর্টগানসহ তিনটি অস্ত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব দাবি করেছে। আক্তারুজ্জামানকে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে র‌্যাবের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মূসা মাহমুদ ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান শরীফ বাদশা বৈঠক করেন। পরে র‌্যাব সদস্যরা আক্তারুজ্জামানকে যশোর র‌্যাব হেড কোয়ার্টারে নিয়ে যায়।

আক্তারুজ্জামান আক্তার উপজেলা যুবলীগের সহ-সম্পাদক। তিনি ঝিকরগাছা পৌরসভা এলাকার পুরন্দপুর গ্রামের মৃত আব্দুল আজীজের ছেলে। ১০ বছর আগে তিনি বিএনপি থেকে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান শরীফ বাদশার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন। এদিকে আক্তারুজ্জামানের মুক্তির দাবিতে ঝিকরগাছা পৌর সদরে থানা ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করেছে। আক্তারুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তাছাড়া তিনি র‌্যাবের তালিকাভুক্ত আসামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here