এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সেই অনিক-হৃদয়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

0
0

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সেই অনিক-হৃদয়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিনহাজুল ইসলাম অনিক এবং শাহরিয়ার হৃদয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শুভেচ্ছা বার্তা পেয়ে আবেগাপ্লুত অনিক, হৃদয় এবং তাদের পরিবারের লোকজন। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । আজ বৃহস্পতিবার সকালে হৃদয়, অনিক এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেনিন। তিনি প্রধানমন্ত্রীর খুশি হওয়ার সংবাদ ও শুভেচ্ছা বার্তা তাদের কাছে পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলাম খোকন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। অনিক ও হৃদয় ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে পেট্রলবোমা সন্ত্রাসের শিকার হন। সে সময় তারা ছিলেন এসএসসি পরীক্ষার্থী। কোচিং থেকে বাসায় ফেরার পথে পেট্রলবোমার আঘাতে চোখে ও মাথায় মারাত্মক আঘাত পান এ দুই শিক্ষার্থী। এ অবস্থায় তাদের পরীক্ষা ও চিকিৎসার ব্যয়ভার নিয়ে পুরো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েন। এগিয়ে আসেন খোদ প্রধানমন্ত্রী। তিনি তাদের চিকিৎসার ব্যয়ভার নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে দেশ-বিদেশে চিকিৎসা হয় দুই শিক্ষার্থীর। একসময় সেরে ওঠেন তারা। তবে চিকিৎসাধীন থাকার কারণে সে বছর পরীক্ষা দেয়া হয়নি অনিক-হৃদয়ের। এবার দু’জনই পরীক্ষায় অংশ নেন এবং জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। বুধবার ফল প্রকাশের পরদিন বৃহস্পতিবার সকালে অনিক-হৃদয় এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেনিন। তিনি এ ফলপ্রাপ্তিতে প্রধানমন্ত্রীর খুশি হওয়ার সংবাদ ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। দুর্বৃত্তদের বোমার আঘাতেও দমাতে পারেনি শাহরিয়ার হৃদয় ও মিনহাজ উদ্দিন অনিককে। এ অবস্থার মধ্যেও তারা জিপিএ- ৫ অর্জন করেছে। ফেনীতে গত ৫ জানুয়ারি নির্বাচনের পর দুর্বৃত্তদের বোমা হামলায় আহত দুজনের ফল বুধবার পেয়ে পরিবারের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here