মনোযোগ দিয়ে পড়লেই পরীক্ষায় ভালো করা সম্ভব: প্রধানমন্ত্রী

0
0

pm-Bg20160511094604প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরে বলেছেন, কোনোভাবেই পরীক্ষায় ফেল করার কোন মানে হয় না৷ সরকার শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ সৃষ্টি করেছে৷একটু মনোযোগ দিয়ে পড়লেই পরীক্ষায় ভালো করা সম্ভব৷প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বুধবার সকালে গণভবনে এসএসসি পরীৰার ফলাফলপত্র হসত্মানত্মর করা হয়৷ এ সময় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷সারা দেশের ৮টি শিৰাবোর্ডের আওতাধীনে এ বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিৰাবোর্ডের পরীৰার ফল আজ প্রকাশিত হয়েছে৷ এ বছর পাশের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ৷শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলাফল হসত্মানত্মর করেন৷এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইনসহ সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন৷

ফলাফল গ্রহণকালে প্রধানমন্ত্রী শিক্ষাথর্ীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার প্রদত্ত নানাবিধ সুযোগ-সুবিধার সুযোগ নিয়ে পাঠে আরো মনোনিবেশ করার আহবান জানান৷প্রধানমন্ত্রী বলেন, আমরা যেখানে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছি সেখানে শিক্ষাথর্ীদের বেশি মাত্রায় ফেল করার কোন মানে হয় না৷এ বিষয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উন্নয়ন, ভবন নির্মাণ ও সংস্কার, বৃত্তি প্রদান এবং প্রতিবছর মাধ্যমিক পর্যনত্ম সারা দেশে বিনামূল্যে পাঠ্যপুসত্মক বিতরণের সরকারি উদ্যোগের প্রসংগ উত্থাপন করেন৷

প্রধানমন্ত্রী বলেন, সরকার নিম্ন মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যনত্ম শিক্ষার্থীদের আর্থিক সুবিধা প্রদানে ট্রাষ্ট ফান্ড গঠনের মাধ্যমে বৃত্তি চালু করেছে৷ শিক্ষাথর্ীদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মাল্টিমিডিয়া ক্লাশরুম চালুর কথাও বলেন প্রধানমন্ত্রী৷প্রকৃত শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নত হতে পারে না-এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ জন্যই সরকার সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষারও বন্দোবসত্ম করেছে৷

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে চাহিদার কথা বিবেচনা করেই সরকার কারিগরি ও পযুক্তিগত শিক্ষার ওপর অধিক গুরুত্বারোপ করেছে৷ যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম বর্তমান প্রযুক্তির উত্‍কর্ষের যুগের সঙ্গে তাল মেলাতে পারে৷এ কারণে সরকার শিক্ষকদের জন্যও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে বলেও তিনি জানান৷

শেখ হাসিনা বলেন, সরকার স্কুল পর্যায়ে ধমর্ীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছে৷ যাতে করে শিক্ষাথর্ীদের মাঝে ধমর্ীয় মূল্যবোধ গড়ে উঠতে পারে৷ ভবিষ্যত নাগরিকদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ধমর্ীয় শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি উলেস্নখ করেন৷

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর মাধ্যমিক পর্যায় পর্যনত্ম শিক্ষাথর্ীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুসত্মক বিতরণ এবং বৃত্তি চালুর সরকারি উদ্যোগের ফলে অভিভাবকদের ওপরকার অর্থনৈতিক চাপ অনেকাংশেই কমে এসেছে৷

সরকারিভাবে দেশে বিশাল পরিমাণে মেধাবৃত্তি দেওয়ার কথা উলেস্নখ করে প্রধানমন্ত্রী বলেন,এতো মেধাবৃত্তি অন্য কোনো দেশ দেয় কিনা আমি জানি না৷প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার গৃহিত বিশ্বমানের সুযোগ- সুবিধা গ্রহণ করে শিক্ষাথর্ীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলবে এবং ভবিষ্যতে আর কোন শিক্ষাথর্ীই পরীক্ষায় ফেল করবে না৷

পরীক্ষায় ভালো ফলাফলকারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরীৰায় পাশের হার বেড়েছে, যদিও কেউ কেউ কৃতকার্য হতে পারে নি৷তিনি বলেন, আমাদের শিক্ষাথর্ীরা মেধাবী৷ তাই আর যাই হোক তারা পরীক্ষায় ফেল করতে পারে না৷

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে৷ যাতে করে তারা অন্যান্য দেশের শিক্ষাথর্ীদের সাথে প্রতিদ্বন্দি্বতায় অবতীর্ণ হতে পারে৷প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন-আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী প্রজন্ম নতুন নতুন আবিস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে৷তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ আর কারো কাছে হাত পাতবে না৷ বাংলাদেশ তার জনশক্তি এবং নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে নিজের পায়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে৷তিনি এ সময় ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্য আয়ের দেশে এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত করার তাঁর সরকারের লক্ষ্যের কথাও পুনব্যক্ত করেন৷প্রধানমন্ত্রী এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি এবং পঞ্চগড় জেলার জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত শিক্ষাথর্ী,শিক্ষক এবং সংশিস্নষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন৷

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here