এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৮৮.২৯

0
38

ddddddddddddd

মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ৷ মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন৷ গত বছরের তুলনায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা৷ আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এসএসসিতে ৮৮ দশমিক ৭০ শতাংশ, মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৮ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে৷ মোট ২৮ হাজার ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার মাধ্যমিকে অংশ নিয়েছে৷ এর মধ্যে ৪ হাজার ৭৩৪টি স্কুল ও মাদ্রাসায় পাস করেছে সবাই৷ গতবছর শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৫ হাজার ৯৫টি৷পাশের হারে এবার ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে৷ ৮৮ দশমিক ২০ শতাংশ ছাত্রের বিপরীতে ৮৮ দশমিক ৩৯ শতাংশ ছাত্রী মাধ্যমিকে পাস করেছে৷শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বুধবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের এই অনুলিপি হস্তান্তর করেন৷ এ সময় বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন৷ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সেরে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে প্রত্যেক প্রতিষ্ঠানে ফলাফল পৌঁছে যাবে৷ অনলাইন এসএমএসেও পাওয়া যাচ্ছে ফলাফল৷ রেজাল্টের জন্য শিক্ষার্থীদের আর দৌড়-ঝাঁপ করতে হবে না৷দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী৷ তার পর থেকে শিক্ষার্থীরা ফল জানানো হয়৷

মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়৷ ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ তত্ত্বীয় এবং ৯ থেকে ১৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়৷গত বছর এ পরীক্ষায় ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন৷

সেই হিসাবে এবার পাসের হার ১ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বাড়লেও পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ১৪০ জন কমেছে৷ যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে৷ঝঝঈ/উঅকঐওখ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে৷

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট::যঃঃঢ়://িি.িবফঁপধঃরড়হনড়ধত্‍ফত্‍বংঁষঃং.মড়া.নফ থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন৷শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে৷ বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবারহ করা হবে না৷ আর মাদ্রাসা বোর্ডের জন্য উঅকঐওখ স্পেস গঅউ স্পেস ২০১৬ লিখে ১৬২২২ ও কারিগরি বোডের্র জন্য ঝঝঈ স্পেস ঞঊঈ স্পেস ২০১৬ লিখে ১৬২২২ পাঠালে ফল জানা যাবে৷তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে৷সারাদেশে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে পাসের হার ৮৮.৭০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮৮.২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৮৩.১১ শতাংশ৷

গত বছর মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন৷ গতবারের চেয়ে এবার জিপিএ-৫ দুই হাজার ১৪০ জন কম৷ আর গত বছর দশ বোর্ডে গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ৷ এবার পাসের হার ১ দশমিক ২৫ শতাংশ বেড়েছে৷গত বছর আট বোর্ডে পাসের হার ছিল ৮৬ দশমিক ৭২, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ২০ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১ শতাংশ৷গণভবনে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে এবার ১৩ লাখ ২৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন৷ মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন৷ কারিগরি বোর্ডে ৯৮ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮১ হাজার ৯২৮ জন৷আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ জন৷ মাদ্রাসা বোর্ডে ৫ হাজার ৮৯৫ এবং কারিগরি বোর্ডে ৭ হাজার ৯৭ জন জিপিএ-৫ পেয়েছেন৷

চলতি বছর এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ৮৮.৬৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৩৩ জন, রাজশাহী বোর্ডে ৯৫.৭০ শতাংশ ও জিপিএ-৫ ১৭ হাজার ৫৯৪ জন, কুমিল্লায় ৮৪ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯৫৪ জন, যশোরে ৯১.৮৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪৪৪ জন, চট্টগ্রামে ৯০.৪৪ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ জন, বরিশালে ৭৯.৪১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৩ জন, সিলেটে পাসের হার ৮৪.৭৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন, দিনাজপুরে পাসের হার ৮৯.৫৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৯৯ জন৷এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.২২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৯৫ জন, কারিগরিতে পাসের হার ৮৩.১১ শতাংশ ও জিপিএ-৫ পেয়ে ৭ হাজার ৯৭ জন৷শিক্ষামন্ত্রী জানান, এবার ছাত্রদের তুলনায় ছাত্রীরা শূন্য দশমিক ১৯ শতাংশ বেশি পাস করেছে৷ ছাত্রদের পাসের হার ৮৮.২০ ও ছাত্রীদের ৮৮.৩৯ শতাংশ৷

বিদেশের আটটি পরীক্ষা কেন্দ্রে ৩৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩৫৭ জন পাস করেছে৷ পাসের হার ৮৯.৩৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১২ জন৷গত বছরের তুলনায় এবার ফলাফলে ইতিবাচক পরিবর্তন হয়েছে জানিয়ে নাহিদ বলেন, এবার ৪ হাজার ৭৩৪টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে৷চলতি বছর এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের পাসের হার ৯৫.৭০ শতাংশ৷কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪ শতাংশ, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯৫৪ জন৷শিক্ষায় উন্নতি ও মান বৃদ্ধি ঘটেছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ প্রশ্ন তুললেও দেখা যাচ্ছে এটি সঠিক নয়, হয়ত যে মান আমাদের অর্জন করা উচিত সেটি অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি৷ তা একদিনে হওয়ার নয়৷তিনি বলেন, কাগজপত্র ছাড়াই এবার ফলাফল সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে৷ এটাই ডিজিটাল বাংলাদেশ৷

গত ১ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়৷ তাত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১০ মার্চদুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী পুরো ফলাফল ঘোষণা করবেন৷ফলাফল পুনঃনিরীক্ষণ: আগামী ১২ মে ১৮ মে পর্যন্ত থেকে শুধুমাত্র টেলিটক মোবাইল থেকে আবেদন করে পুনঃনিরীক্ষণের ফল পাওয়া যাবে৷পুনঃনিরীক্ষণের জন্য জঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে৷প্রতি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা ফি কাটা হবে৷ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কাটা হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে৷

এরপর আবেদন করতে ইচ্ছুক হলে জঝঈ লিখে স্পেস দিয়ে ণঊঝ লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে৷ যেসব বিষয়ে দুটি পত্র (যেমন- বাংলা, ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোডের বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসাবে গণ্য হবে এবং ফি হিসাবে ২৫০ টাকা কাটা হবে৷একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে৷ সেক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে৷ আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট বোর্ডগুলো পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে সংশ্লিষ্ট নম্বরে জানিয়ে দেবে৷

এবারের মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৩৪টি৷ এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের সংখ্যা মাদ্রাসা বোর্ডে, ২ হাজার ১৩৪টি৷ সবচেয়ে কম প্রতিষ্ঠানের সংখ্যা সিলেট বোর্ডে ৬২টি৷বুধবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাদ্রাসা বোর্ডের ৯ হাজার ১২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২হাজার ১৩৪টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছে৷কারিগরি বোর্ডে ২ হাজার ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৬৯টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে৷

আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৮৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৩৩১টি প্রতিষ্ঠানের সবাই কৃতকার্য হয়েছেন৷ এর মধ্যে সর্বোচ্চ শতভাগ পাস করেছে রাজশাহী বোর্ডে৷ঢাকা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানে সংখ্যা ৪ হাজার ২৯৩টি৷ এর মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫৭টি৷কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই কৃতকার্য হয়েছেন৷যশোর বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৪৮২টি৷ এর মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫৭টি৷রাজশাহী বোর্ডে ২ হাজার ৬১৩টি শিক্ষাডতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠান ৮০০টি৷ বরিশাল বোর্ডের ১ হাজার ৩৯০টি শিক্ষাডতিষ্ঠানের ৭৯টি থেকে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন৷দিনাজপুর বোর্ডের ২ হাজার ৫৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা ২৬৯টি৷সিলেটের ৮৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬২টি প্রতিষ্ঠানের সবাই কৃতকার্য হয়েছে৷চট্টগ্রাম বোর্ডে শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা ৮৮টি৷ ৯৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বোর্ড থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়৷গত বছরের তুলনায় এবার শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৬১টি৷

এবারের মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩টি৷ এর মধ্যে মাদ্রাসা বোর্ডে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি৷ কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন মাদ্রাসার সংখ্যা মোট ৩৭টি৷অন্যদিকে চট্টগ্রাম বোর্ড এবং কারিগরি বোর্ডে একটিও শূন্য পাশ প্রতিষ্ঠান নেই৷

ফলাফলে দেখা যায়, মাদ্রাসা বোর্ডের ৯ হাজার ১২২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়নিকারিগরি বোর্ডে ২ হাজার ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নেই কোনো শূন্য পাশ প্রতিষ্ঠান৷আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৮৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠান অকৃতকার্য হয়েছে৷ এর মধ্যে সর্বোচ্চ ৩টি করে শূন্য পাশ প্রতিষ্ঠান ঢাকা, কুমিল্লা এবং যশোর বোর্ডে৷ঢাকা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ২৯৩টি, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬৭১টি এবং যশোর বোর্ডে ২ হাজার ৪৮২টি৷

দুইটি অকৃতকার্য প্রতিষ্ঠান রয়েছে তিন বোর্ডে৷ রাজশাহী বোর্ডে ২ হাজার ৬১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শূন্য পাশ প্রতিষ্ঠান ২টি৷ বরিশাল বোর্ডে ১ হাজার ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি থেকে কেউ পাশ করেনি৷ দিনাজপুর বোর্ডের ২ হাজার ৫৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শূন্য পাশ প্রতিষ্ঠান ২টি৷সিলেটের ৮৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১টি প্রতিষ্ঠানে কৃতকার্যের হার শূন্য৷চট্টগ্রাম বোর্ডে নেই কোনো শূন্য পাশ প্রতিষ্ঠান৷ ৯৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই৷গত বছর শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৪৭টি৷ এবছর ৬টি বেড়েছে৷এ বিষয়ে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এসব শিক্ষা তিষ্ঠানের মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ শিক্ষার্থীদের ইংরেজি এবং অংকের দুর্বলতা দূর করার চেষ্টা করা হচ্ছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here