ফিলিপাইনের নির্বাচনে স্বাধীনচেতা প্রার্থী দুতার্তের জয়

0
0
 Philippine presidential candidate front-runner Davao city mayor Rodrigo Duterte-#doinikbarta #thenewscompany
Philippine presidential candidate front-runner Davao city mayor Rodrigo Duterte-#doinikbarta #thenewscompany

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে অপরাধ নির্মূলে অঙ্গীকারবদ্ধ স্বাধীনচেতা প্রার্থী রড্রিগো দুতার্তে জয়লাভ করেছেন। এখন পর্যন্ত সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা না হলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী মার রোক্সাস পরাজয় মেনে নিয়েছেন। দুতার্তে বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় তিনি এ পরাজয় মেনে নিলেন। ৭১ বছর বয়সী রড্রিগো দুতার্তে অনেক দিন দেশটির দক্ষিণের দাভাওয়ের মেয়র ছিলেন। তিনি অপরাধ ও দারিদ্র্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ভোটারদের দৃষ্টি কেড়েছেন। এর প্রতিফলন ঘটেছে এ নির্বাচনে।

দুতার্তে বলেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জনগণের এই রায় মেনে নিচ্ছি। আমি ফিলিপাইনের জনগণের কাছে কৃতজ্ঞ।’ দুতার্তের নির্বাচনী প্রচারণাকে কেউ কেউ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেছেন। তিনি তার পূর্বসূরি প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনোকে স্বৈরশাসক উল্লেখ করে বলেন, ‘আমি কাজ শুরু করতে চাই। এখন অতীতের ক্ষত উপশম করার সময়।’ দুতার্তে বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার অগ্রাধিকার ভিত্তিক কাজ হবে মাদক নিয়ন্ত্রণ করা। মাদক ব্যবসায়ীদের তিনি হত্যা করতে প্রস্তুত বলে জানান। তিনি বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাব, লোকে যদি আমাকে কসাই বলে, বলুক। আমি জনগণকে পচে মরতে দেব না।’

দুতার্তে দুর্নীতিবাজ পুলিশদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পুলিশের লোক হলে নিজের দায়িত্ব পালনে অবিচল থাকুন। এর বাইরে যেতে হলে হয় আমাকে হত্যা করতে হবে, নইলে আমি হত্যা করবো।’ গতকাল সোমবার ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। সেখানে বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে এ পর্যন্ত গণনা করা ভোটের প্রায় ৩৯ শতাংশ ভোট দুতার্ত পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মার রোক্সাস ২৩ দশমিক ১৬ শতাংশ এবং সিনেটর গ্রেস পো ২১ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ইতোমধ্যে ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এ হিসাবে দুতার্তে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬১ লাখ ভোটে এগিয়ে রয়েছেন। ফিলিপাইনে যিনি বেশী ভোট পান, নিয়ম অনুযায়ী তিনিই প্রেসিডেন্ট হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here