ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা, ইসরাইলি সৈন্যের বিচার শুরু

0
29

Israeli soldier Elor Azaria

ফিলিস্তিনি এক হামলাকারীকে মাথায় গুলি করে হত্যা করায় অভিযুক্ত ইসরাইলি এক সৈন্যের সোমবার বিচার শুরু হয়েছে। তিন সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলের প্রধান ইলোর আজারিয়াকে অভিযোগপত্র পড়ে শুনান। এ সময় আদালতে আজারিয়া সামরিক পোশাক পরা অবস্থায় ছিল এবং পরিবারের সদস্যরা তাকে ঘিরে রেখেছিল। জাফায় সামরিক আদালতের সামনে ১৯ বছর বয়সী এ সৈন্যের বিরুদ্ধে অশোভন আচরণেরও অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণের হেবরন নগরীতে গত ২৪ মার্চ ২১ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিককে আজারিয়া গুলি করে হত্যা করে। আজারিয়ার ফ্রান্সের নাগরিকত্বও রয়েছে। বহুল প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার পর আব্দুল ফাতাহ আল-শরিফ অপর এক ব্যক্তির পাশে মাটিতে পড়ে রয়েছে। এক সৈন্যকে ছুরিকাঘাত করে আহত করার পর তাকে গুলি করা হয় বলে সামরিক বাহিনী জানায়।

ফুটেজে কোন ধরণের উস্কানি ছাড়াই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজারিয়াকে ওই ফিলিস্তিনি নাগরিকের মাথায় গুলি করতে দেখা গেলেও শরিফের হামলার সময় সে সেখানে উপস্থিত ছিল না। আজারিয়া মনে করেছিল ফিলিস্তিনি এ নাগরিক বিস্ফোরক পরা ছিল। তার আইনজীবীরা এমন যুক্তি তুলে ধরেন। ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান তার এ ধরণের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here