চীনের ফুজিয়ান প্রদেশের তাইনিং কাউন্টিতে একটি অস্থায়ী ছাউনি ধসের ঘটনায় ৪১ শ্রমিক নিখোঁজ হয়েছে। রোববারের এই ঘটনায় নিখোঁজদের উদ্ধারে ৪শরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শ্রমিকরা অস্থায়ী ছাউনিটি ব্যবহার করতো। এরা সেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছিল। প্রতিবেদনে আরো বলা হয়, ভারী বর্ষণের কারণে এই ভূমিধসের সৃষ্টি হয়েছে।
এর আগে সিনহুয়া এই ঘটনায় ৩৪ জনের মৃত্যুর খবর জানিয়ে বলেছিল, প্রেসিডেন্ট শী জিনপিং জীবিতদের খুঁজে বের করতে ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর জন্য উদ্ধারকর্মীদের নির্দেশ দিয়েছেন। চীনে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। ডিসেম্বরে শেনঝেনে এক ভূমিধসে ৫৮ জন প্রাণ হারায় ও ২৫ জন এখনো নিখোঁজ রয়েছে।