আফগানিস্তানের কেন্দ্রীয় গজনি প্রদেশে যাত্রীবাহী দু’টি বাস ও জ্বালানিবাহী ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।সকালের ওই দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কমপক্ষে ৫৭ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আফগানিস্তানে বাস-জ্বালানিবাহী ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৫০এর আগে প্রাদেশিক গর্ভনর আগাওয়াল জাওয়াদ সালাঙ্গির বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ওই প্রদেশের মুকুর জেলায় যাত্রীবাহী দু’টি বাসের সঙ্গে জ্বালানিবাহী ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে বাসে আগুন ধরে গিয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে ৫০ জন যাত্রী মারা যান। পরে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২৩ জন।মুকুর পুলিশ অফিস জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। প্রাথমিক চালকের বেপরোয়া চালানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।