সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে এক হয়ে কাজ করাই লক্ষ্য

0
79

নিশা দেশাই বিসওয়াল

যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নানকে হত্যার পর দেশে নিরাপত্তার অবস্থা নিয়ে আলোচনা করতে তিন দিনের সফরে বাংলাদেশে এসে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করার বিষয়ে জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।সফর শেষে শনিবার দেশে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশা লিখেছেন, সমস্যাগুলো মোকাবেলায় দুই দেশের লক্ষ্য একই। এখন এক হয়ে কাজ করতে হবে। মানুষের অধিকার যেন খর্ব না হয়, মৌলিক স্বাধীনতা যেন বজায় থাকে সে বিষয়ে জোর দিতে হবে। গুপ্ত হত্যা এবং সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আরও তৎপর হতে হবে।

তিনি বলেছেন, বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণের বৈচিত্র্য রয়েছে, এটিকে গুরুত্ব দিয়ে সুন্দরভাবে কাজ করা সম্ভব। এই সফর ফলপ্রসু হয়েছে, আশা করছি উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদ দমনে অগ্রসর হয়ে কাজ করা যাবে।জানা যায়, সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ইতোমধ্যে জঙ্গিবাদ মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্র সরকারকে উপস্থাপন করবেন নিশা। তিনি শুক্রবার (০৬ মে) ভোরে ঢাকা ত্যাগ করেছেন। এদিকে, বাংলাদেশে গত কয়েক বছরের জঙ্গি হামলায় প্রগতিশীল ব্যক্তিদের হতাহতের ঘটনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ টানাপড়েনে রয়েছে।যেভাবেই হোক এসব ক্ষেত্রে আন্তর্জাতিক জঙ্গিদের সংযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ মনে করে এসব দেশীয় জঙ্গিদেরই কাজ এ নিয়ে রয়েছে রাজনৈতিক দোষারোপও।আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির, ইমতিয়াজ আহমেদের মতে, যে যাকে দুষছে তাকে সেভাবেই প্রমাণদিতে হবে। কেননা দোষারোপ ও রাজনীতিকরণের ফাঁকে দুর্বৃত্তরা তাদের অপকর্ম সেরে নেয়ার যে সুযোগ নিচ্ছে তা যেভাবেই হোক প্রতিহত করতে হবে- মনে করছেন তারা।

গত ২০১৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত যে কয়জন ব্লগার-লেখক-প্রকাশক-শিক্ষককে হত্যা করা হয়েছে প্রত্যিকটির ধরণ প্রায় একই।অনেকগুলোরই দায় স্বীকার করেছে আইএস, আল কায়েদার মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলো। এ নিয়ে দেশে-বিদেশে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এসব হত্যাকাণ্ডকে বেশ গুরুত্ব দিচ্ছে। লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তে দেশটি সহায়তাও করেছে। তবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আমলে নিচ্ছে ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যাকাণ্ডটি যেটি তারা একান্ত হিসেবে অভিহিত করছে।গত ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জুলহাজ তাদের সহকর্মী ছিলেন উল্লেখ করে হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী কেরিকে জানান,সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।সবশেষ দু’দিনের ঢাকা সফরে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাইও, বাংলাদেশে আইএস ঘাঁটি গাড়তে চায় উল্লেখ করে যৌথভাবে সংকট মোকাবেলার আহ্বান জানান।তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এ হত্যাকাণ্ডগুলো দেশীয় জঙ্গিগোষ্ঠীরা ঘটাচ্ছে এবং এসবের মদদ দিচ্ছে বিএনপি-জামাত।

এ বাস্তবতা বাংলাদেশ-মার্কিন সম্পর্ক নতুন কোনো মোড় নিবে কিনা এ নিয়ে বিশ্লেষকদের রয়েছে ভিন্ন মত।আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হুমায়ুন কবির ও ইমতিয়াজ আহমেদ বলেন, হত্যাকাণ্ডের জন্য যারা যাকে দায়ী করছে, তাকে সেভাবেই তার প্রমাণ দিতে হবে।আর এসব হত্যাকাণ্ডকে রাজনীতিকরণ না করে পুরো বিষয়টি আইন-শৃঙ্খলার দৃষ্টতে দেখে সে অনুযায়ী সমাধান সমীচীন বলে মনে করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here