যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অদূরে সামরিক বিমান বিধ্বস্ত

0
75

AV-8B Harrier II
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অদূরে শুক্রবার একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে চালক সময়মতো বিমান থেকে বেরিয়ে এসেছে। সে একজন মার্কিন মেরিন সেনা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কর্মকর্তারা একথা জানায়। বিমানটি ছিল একটি এভি-৮বি হারিয়ার টু। এটি এক ইঞ্জিনবিশিষ্ট বিমান। স্থলে হামলা চালাতে বিমানটি ব্যবহার করা হয়। চালক সেকেন্ড ম্যারিন উইংয়ের ম্যারিন এয়ারক্রাফট গ্রুপ ১৪ এর ম্যারিন অ্যাটাক স্কোয়াড্রোনের একজন সদস্য। ফার্স্ট লেফটেন্যান্ট মাইদা ঝেং বলেন, ‘সি কম্ব্যাট স্কোয়াড্রোন থেকে এইচ-৬০ সিহক হেলিকপ্টার স্থানীয় সময় আনুমানিক বিকেল ৫ টা ২৮ মিনিটে চালককে উদ্ধার করে।’

এ বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘পাইলটকে নৌবাহিনীর হাসপাতাল ক্যাম্প লেজেউনে পাঠানো হয়েছে। এটি নর্থ ক্যারোলাইনায় অবস্থিত। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’ ঝেং বলেন, ‘বিমানটি ঠিক কি অবস্থায় আছে বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here