ভোট বর্জন কেন্দ্র দখল ও সহিংসতায় প্রাণ গেল ৩ জনের

0
112

4e669cfc9ec6e142d89a1eed7377ab21-Nirbachani-Shahingshata-01

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রাণ গেল ৩ জনের। এবার কুমিল্লা, নরসিংদী ও ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে সহিংসতায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো অনেক।শনিবার দেশের ৪৭ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলাকালে এসব সহিংসতা ও প্রাণহানি ঘটে।ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল, ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলযোগ-সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন।শনিবার সকাল ৮টায় ৭০৩ ইউপিতে শুরু হওয়া এ ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। তারপর শুরু হয়েছে গণনা। ভেটগ্রহণ শেষে বরাবরের মতো এবারও অভিযোগ নিয়ে ঢাকায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলটি সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠকে বসেন।এ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কুমিল্লা ও ঠাকুরগাঁওয়ে ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, অনিয়ম ও নিয়ন্ত্রণবহির্ভূত কর্মকাণ্ডের কারণে অন্তত ৩০টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।মাঠ পর্যায়ের একীভূত তথ্য পর্যালোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয় ইসি। ভোট শুরুর পর চার ঘণ্টা পর পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন বৈঠকে বসে।মাঠ পর্যায় থেকে ততক্ষণে অন্তত এক ডজন কেন্দ্রে ভোট বন্ধের তথ্য আসে। এসব স্থানে ব্যালট পেপার ছিনতাই এবং কেন্দ্রের বাইরে গোলযোগের খবরও জানানো হয়। বৈঠকের পর দুপুর পর্যন্ত পরিস্থিতি আগের তুলনায় ভালো ছিল বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।এ নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দাবি করলেও বিএনপি বলছে, ভোটের নামে প্রহসন হচ্ছে। ইতোমধ্যে তিন ধাপের ভোট শেষ হয়েছে। গত ১১ ফেব্র“য়ারি তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৭০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।সকালে দেশজুড়ে ৭০৩টি ইউনিয়নে ভোট শুরু হওয়ার পর নোয়াখালী, লক্ষ্মীপুর, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রামসহ অনেক এলাকা থেকে সংঘর্ষের খবরে আসে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি ভোট কেন্দ্রের সামনে প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তি মারা গেছেন। ফেনী সদরে একজন এসআই গুলিবিদ্ধ হয়েছেন, মুন্সীগঞ্জে মাথা ফেটেছে এক এএসআইয়ের।চতুর্থ ধাপে ৪৭ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের আগেই ক্ষমতাসীন দলের হুইপ, সাংসদ ও প্রভাবশালী নেতাদের আচরণবিধি লঙ্ঘনে উত্তপ্ত হয়ে উঠে নির্বাচনী এলাকা। বিধি লঙ্ঘনের দায়ে হুইপ ও একাধিক সংসদ সদস্যকে বহিষ্কারের নির্দেশও দিয়েছে ইসি। এরপরও ভোটগ্রহণের শুরু থেকে ব্যাপক অনিয়মের চিত্র পাওয়া যায়। এমনকি আগের রাতেই ব্যালট বাক্সে সিলমারা, ব্যালট ছিনতাই ঘটনা ঘটেছে। এছাড়া, নির্বাচনী সহিংসতায় তিন জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।নির্বাচন কমিশন ভোট কেন্দ্র দখল, ব্যালটপেপার ছিনতাই, প্রভাব বিস্তারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি জেলার প্রায় ৩০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানা যায়।এদিকে, প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন- বিভিন্ন জেলা থেকে পাঠানো সংবাদে দেখা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাধবপুর ইউনিয়নের চানলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে সন্ত্রাসীদের এলোপাথাড়ি কোপে নিহত হয়েছেন এক যুবক। সন্ত্রাসীদের হামলায় ওই কেন্দ্রের সামনে আহত হয়েছেন আরো ছয় ব্যক্তি। ফেনীর ছাগলনাইয়ায় শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার জন গুলিবিদ্ধ হয়েছেন।মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় পুলিশের এক এসআই ও আনসার সদস্য আহত হয়েছে। একই ইউনিয়নের কাজীকসবা কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ ১২ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চতুর্থ ধাপের এ ভোটে ৩ হাজার ২৪৫ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ১৫৯ জন, সাধারণ সদস্য পদে ২৪ হাজার ১৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩৩ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৯৮ জন ও সাধারণ সদস্য পদে ২৮৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে মোট ভোটার সংখ্যা ১ কোটি ১০ লাখ।

নরসিংদী: নরসিংদী সদরে ভোট কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে হোসেন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো কয়েকজন।শনিবার বিকেল তিনটার দিকে পাড়াতলী ইউনিয়নে মধ্যনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত হোসেন মিয়া মধ্যনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক।স্থানীয়রা জানায়, পাড়াতলীর মধ্যনগর প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালীন নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করে। এসময় বাধা দেয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় প্রতিপক্ষের হামলায় নৌকা প্রতীকের সমর্থক হোসেন মিয়া আহত হন। পরে হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়।

রাজশাহী: রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছে। শনিবার বিকেল ৪টায় আওয়ামী লীগের নৌকা প্রতীক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। নিহতরা হলেন- বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের স্বারদী এলাকার জাহেদুল ইসলাম বুলু (৩৫) ও গাংগোপাড়া এলাকার সিদ্দিকুর রহমান (২৮)। এরা দুই জনেরই নৌকার সমর্থক। স্থানীয়রা জানায়, আউচপাড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন জান মোহাম্মদ। অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শহিদুল ইসলাম শহিদ। ভোট নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিকেলে সংঘর্ষ বাধে। এসময় নৌকার দুই সমর্থক নিহত হয়। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা: সকাল ৮টার পরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাধবপুর ইউনিয়নের চানলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে তাপসচন্দ্র দাস নামের এক যুবককে হত্যা করে। এ সময় আহত হয় আওয়ামী লীগের প্রার্থীসহ আরো ১০ জন।নরসিংদী: বিকেল তিনটার দিকে নরসিংদী সদরের পাড়াতলী ইউনিয়নে মধ্যনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। কেন্দ্র দখলকে কেন্দ্র এ সংঘর্ষে হোসেন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন আরো কয়েকজন। নিহত হোসেন মিয়া মধ্যনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক। ভোটগ্রহণ চলাকালীন নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে বাধা দেয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় প্রতিপক্ষের হামলায় নৌকা প্রতীকের সমর্থক হোসেন মিয়া নিহত হন।

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গিতে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। শনিবার ভোটগ্রহণ চলাকালে নিহতের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাছফুরিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে দুপুরে ভোট চলাকালীন দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে মাহবুবুর রহমান পল্টু (১৭) নামে এক কিশোর নিহত হয়। পল্টু মাছফুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।চতুর্থ ধাপে ৪৭ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হচ্ছে আজ শনিবার। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটের আগে বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা-ভাঙচুর বৃদ্ধি পাওয়ায় ভোটাদের মধ্যেও বিরাজ করছে নানা শঙ্কা। বিভিন্ন কেন্দ্র থেকে সরকার দলীয় প্রার্থীদের ভোটকারচুপি ও কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগে ভোটবর্জন করেছেন প্রার্থীরা। নোয়াখালী :জেলার সোনাইমুড়ি উপজেলার ৯নং দেওটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প৪্রার্থী মো. দিদার হোসেন। শনিবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া, কেন্দ্র দখল, জালভোটের অভিযোগ এনে এ ঘোষণা দেন তিনি।

পাবনা : জেলার তাঁতীবদ ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও উপজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সাংবাদিক সম্মেলন করে ভোটবর্জন করেছেন। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন মৃধার সন্ত্রাসী বাহিনী ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের ৬টি ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছেন। এজন্য তিনি ভোট বর্জন করলেন।নাটোর : প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিএনপির প্রার্থী শেখ জহুরুল ইসলাম ভুটু নির্বাচন বর্জন করেছেন।ব্রাহ্মণবাড়িয়া : প্রকাশ্যে সিল, ব্যাপক ভোট কারচুপি, অনিয়ম ও বিএনপি প্রাথীদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে ১৫টি ইউনিয়নে৭ জন প্রাথী নির্বাচন বর্জন করেছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার আখাউড়ায় ৫ জন ও বিজয়নগরে ২ জন প্রাথী নির্বাচন বর্জন করেছেন।টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির প্রার্থী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুপুর ২টায় ভোটবর্জন করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীরা প্রকাশে সিল এবং ব্যালট পেপার কেরে নিয়ে ভোট দিচ্ছিল। সকল কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে দিয়েছে। এ কারণে আমি নির্বাচন বর্জন করলাম।

ফেনী :ভোটকেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগে ফেনী সদর উপজেলার লেমুয়া ও ধলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করেছেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই চেয়ারম্যান প্রার্থী।তিন প্রার্থী হলেন ধলিয়া ইউপির বিএনপির প্রার্থী জাকের হোসেন জসিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইসমাইল এবং লেমুয়া ইউপির একই দলের প্রার্থী একরামুল হক ভূঞা।বেলা সাড়ে ১১টার দিকে ধলিয়া ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন জসিম নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা নির্বাচন কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সিরাজী জানান, ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ভোটারদের ভোটকেন্দ্রে বাধা দেওয়ায় তারা নির্বাচন বর্জন করেছেন। বিষয়টি নির্বাচন কমিশন ও গণমাধ্যমে অবহিত করার প্রক্রিয়া চলছে।

এদিকে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গরীব শাহ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. লিটনের সমর্থকদের মধ্যে শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের উত্তর সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ইউনিয়নের উত্তর সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ পাঁচজনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের মধ্যে মো. রফিক, কবির ও খোকনের নাম জানা গেছে।আহত রফিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, গরীব শাহের সমর্থক পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদারের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন।হাসপাতালের আবাসিক চিকিৎসক সারোয়ার জাহান গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।অপরদিকে ঘোপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুর্বৃত্তের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আজিজুল হক আহত হয়েছেন। চতুর্থ ধাপে ইউপি নির্বাচন চলাকালে ঘোপাল ইউনিয়নের নয় নম্বর নিজকুঞ্জরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। একই কেন্দ্রে প্রভাব বিস্তার করার অপরাধে জুলফিকার আলী (৩৪) নামে ব্যক্তিকে এক মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল।এছাড়া ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে শেখ মো. সফিকুল আলম (১৮) নামে এক যুবককে এক মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এছাড়া ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আ’লীগ প্রার্থীর কর্মীরা দখল করতে গেলে বাইরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষ গোলাগুলিতে ৪ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষ হলেও ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, গোলাগুলিতে ৪ জন আহত হবার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর :লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩৫ জন। জাল ভোট দেয়া ও ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে শনিবার সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে লক্ষ্মীপুর সদরের টুমচর মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও রায়পুরের বামনী ইউনিয়নের আল আমীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক এসংঘর্ষের ঘটনা ঘটে। এসময় টুমচরের ওই কেন্দ্র থেকে রিয়াজুল করিম নামে নৌকা প্রতীকের এক এজেন্টকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এ দিকে রায়পুর উপজেলার কেরোয়া মানছুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত করেছে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার। এসময় জাল ভোট দেয়ার দায়ে ৬ পোলিং এজেন্টকে আটক করা হয়েছে বলে জানান দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়া ও ভোটারদের প্রভাবিত করায় মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন(মোরগ প্রতীক) ও কামাল হোসেন (ফুটবল প্রতীক) এর সমর্থকদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন।এ দিকে রায়পুরের বামনী ইউনিয়নের আল আমাীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হন। এসব ঘটনায় আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচনে কয়েকটি স্থানে নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত হয়েছে অন্তত ১৭ জন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪১ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ঘোড়াদাড়ি, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর ও খিদিরপুর, উপাদী উত্তর ইউনিয়নের কাজিয়ারতে নৌকা ও ধানের শীষের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ তালুকদারসহ ১০ জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে রহমান নামের একজন। নায়েরগাঁওয়ের তুষপুর ও বারোগাঁও কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে।এছাড়া শাহরাস্তি উপজেলার চিতোশী ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড গুলি ছোড়ে।চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আতাউর রহমান জানান, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বর্তমানে ওই সব কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আর প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তারা আলাদাভাবে পর্যবেক্ষণ করছেন।উল্লেখ্য, চাঁদপুরের শাহরাস্তিতে ৬টি ও মতলব দক্ষিণের ৪টি ইউনিয়নসহ মোট ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সকাল থেকে শুরু হয়। মতলব দক্ষিণ ও শাহরাস্তির ৯৩টির মধ্যে ৭৮টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। দশ ইউনিয়নে মোট প্রার্থী ৪৮১ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪৬ জন, আর সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য প্রার্থী ৪৩৫ জন। ২ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৯৩৫ জন।

নাটোর :নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। সকালে খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীর সমর্থকেদর মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়। এছাড়া খাজুরা ইউনিয়নে কেন্দ্র দখল ও প্রকাশ্য সিলমারার অভিযোগ এনে এই ইউনিয়নের বিএনপির প্রার্থী শেখ জহুরুল ইসলাম ভট্টু নির্বাচন বর্জন করেছেন।নলডাঙ্গার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন,সাধারণ সদস্য পদে ১৭৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। পাবনা প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার তিনটি ইউনিয়নের মানিকহাট ইউনিয়নে সংঘর্ষ ও তাঁতীবন্দ ও সাগরকান্দি ইউনিয়নে ভোট বর্জনের ঘটনা ঘটেছে। এ ছাড়াও ৪ রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ কামরুজ্জামান (৩৫) নামের একজনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সব ঘটনা ঘটেছে।

উপজেলার মানিকহাট ইউনিয়নের মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগ প্রার্থী আমিনুল ইসলাম আমিন ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ওমর আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এসময় হেদায়েত হোসেন নামের একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

তাঁতীবন্দ ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন মৃধার সন্ত্রাসী বাহিনী ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের ৬টি ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছেন। এজন্য তিনি ভোট বর্জন করলেন।

এদিকে সাগরকান্দি ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রাথী আব্দুস সালাম অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী শাহীন চৌধুরীর সমর্থকরা ৮টি কেন্দ্রের ৬টি দখল করে নিজেরাই ব্যালট পেপারে সিল মারছে। তার সমর্থকদের মেরে কেন্দ্র তেকে বের করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আওয়ামী লীগের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীমকে মারপিট করে জখম করেছে শাহীন চৌধরীর লোকজন। আব্দুস বলেন
এই পরিস্থিতিতে আমি ভোট বজূন করলাম নেতৃবৃন্দের সাথে আলোচনা করে।

বোরুলিয়া ভোট কেন্দ্রে ২ মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রায় আধাঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে এবং পরে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।
এদিকে নাজিরগঞ্জ ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের ভোট কেন্দ্রের পাশ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ কামরুজ্জামান টিটু(৩৫) নামের একজনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী।

হাটহাজারী :চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪ ইউনিয়নে ইউপি নির্বাচন গতকাল শনিবার (৭ মে) নানা ঘটনার মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চার পুলিশ সদস্য সহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজনকে আশংকা জনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সকাল ৮ টায় ১২৮ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here