বিএনপি জামায়াত বাইরে কুস্তি, ভিতরে দোস্তী: যুবলীগ চেয়ারম্যান

0
86

07-05-16-Awami Jubo League_North Council-4

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর আওতাধীন ৯নং ও ১০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল শনিবার সকালে ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন- বিএনপি-জামায়াত বাইরে কুস্তি, ভিতরে দোস্তী। বিএনপি এখন খই ভাজার দল, নেই কাজ তো খই ভাজ। জনগণের আশা পুরনের পরিবর্তে বিএনপি নন ইস্যু, মৃত্যু ইস্যু, বানানো ইস্যু, কল্পিত ইস্যু, স্বপ্নে পাওয়া ইস্যু, কষ্ট কল্পিত ইস্যু নিয়ে নিজেরাই ঘর্মাক্ত হচ্ছেন। দৈন্দিন জীবনে যে বড় বড় সমস্যা সেগুলো এড়িয়ে, জিয়াউর রহমান নাকি দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমান নাকি বহুদলীয় গনতন্ত্র পুণঃ প্রতিষ্ঠা করেছিলেন। আবার বিলেতে তারেক রহমান সাহেবের অনাদিকালের চিকিৎসা শেষ হচ্ছে না। তার কাছে আলাদীনের চেরাগ আছে, তার নির্দেশে নাকি বিএনপি এখন ৪১ সদস্য বিশিষ্ট কমিটি। ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার ও দন্ড দান ছিল একটি অসম্ভব কথা। এই বিচার ভন্ডুল করার জন্য বিএনপি জামায়াত সন্ত্রাস, জঙ্গিবাদ, জ্বালাও-পোড়াও যা করেছে দেশবাসী তা ভুলে যায়নি।

যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, এখন শুরু করেছে গুপ্তহত্যা, এই গুপ্তহত্যা মোকাবেলা করার জন্য দরকার দলীয় শৃঙ্খলা ও গন সচেতনতা। এবারের গুপ্তহত্যার ধরনও ভিন্ন। বিদেশী নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় যাজক শিকার হচ্ছেন। হত্যাকারীদের বিদেশী এজেন্টরা এসব হত্যাকান্ডকে আন্তর্জাতিকীকরনের লক্ষ্যে বিদেশ থেকে এক একটি হত্যার দায় স্বীকারের কথা মিডিয়ায় পাঠাচ্ছে। তাদের লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মিসর, সিরিয়ার মতো সন্ত্রাসীদের হটবেড বানানো। অতিথিবৃন্ধ অনুষ্ঠান স্থলে পৌছালে ৯ ও ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীরা যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সহ অতিথিবৃন্দকে উষ্ণ অর্ভ্যথনা জানান। হলের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত গাওয়া হয়, বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন, প্রথম অধিবেশন কোরান তেলায়াত দিয়ে শুরু করা হয়। সকল শহীদদের স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়। অত্র কাউন্সিলের উদ্ধোধন করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, আসলামুল হক এমপি, প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর যুবলীগ উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আরো বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, উত্তর যুবলীগের সহ সভাপতি মোঃ জাফর ইকবাল, জলিলুর রহমান, ইঞ্জিঃ জাহান এফ রহমান, যুগ্ম সম্পাদক তাজভীরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।

সভাপতিত্ব করেন সাজেদুর রহমান রাসেল, সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরন।দ্বিতীয় অধিবেশনে ৯নং ওয়ার্ডের সভাপতি পদে নাসির উদ্দিন খাঁন ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন পলাশ এবং ১০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ রিফাত আহসান অভি কে নির্বাচিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here