সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠানো ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার তাদের গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার বিকেলে ডিএমপির অতিরিক্ত সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটক ১৩ জনের মধ্যে পাঁচ জন মিজানুর রহমান, মাসুদ রানা, আলমগীর, নাজিম হোসেন ও তানভীরকে রাজধানীর বিভিন্ন স্থান অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বাকি আটজন সিঙ্গাপুর পুলিশের হাতে আটক করয়েছে।
তিনি আরো বলেন, রাজধানীতে গ্রেফতার পাঁচজনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তা যাচাই করা হচ্ছে। তবে এরা ‘জঙ্গি’ আদর্শে বিশ্বাসী। বুধবার তাদের আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ওই পাঁচ ‘জঙ্গি’ ঢাকায় এসে পৌঁছান।
মঙ্গলবার বিকেলে ডিএমপির অতিরিক্ত সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটক ১৩ জনের মধ্যে পাঁচ জন মিজানুর রহমান, মাসুদ রানা, আলমগীর, নাজিম হোসেন ও তানভীরকে রাজধানীর বিভিন্ন স্থান অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বাকি আটজন সিঙ্গাপুর পুলিশের হাতে আটক করয়েছে।
তিনি আরো বলেন, রাজধানীতে গ্রেফতার পাঁচজনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তা যাচাই করা হচ্ছে। তবে এরা ‘জঙ্গি’ আদর্শে বিশ্বাসী। বুধবার তাদের আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ওই পাঁচ ‘জঙ্গি’ ঢাকায় এসে পৌঁছান।